জাকির মাহদিন
২
এভাবেই যাবে আমাদের দিনকাল?
যেদিকে তাকাই সব হায়েনার দল/ চারিদিকে রাবণ-অসূরের প্রভাব-প্রবল/ মজলুমের কান্না-হাহাকার গগণবিদারী/ নিঃশ্বাস-প্রশ্বাস-ক্রন্দনে বাতাস ভারী/ এবার তোল আওয়াজ, কর জালেম খতম/ গর্জে ওঠো যতসব বজ্র-কলম/ হত্যা, গুম, লুটতরাজ করছে যে-বা/ এত অন্যায়-অবিচার সহিবে
বিস্তারিত