শনিবার দুপুর ১:৪৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

জীবনের বাঁক

শামীমা আক্তার শাম্মী

মুখে বলা সহজ, করে দেখানোটা কঠিন। তবু 'সহজেরে ভালোবাসিলাম' এর মতো কঠিনেরেও ভালোবাসতে শিখতে হয়!

জীবনের লেনদেনগুলো বড় অদ্ভুত! ভালোবাসাবাসিগুলোও কখনো কখনো অচেনা হয়ে যায়! যে এক সময় বাস করতো আঁখি পল্লবে, এক সময় সেই হয়ে যায় অচেনা লোকের বাসিন্দা!

আসলে সম্পর্কগুলো হয়ত একটা চারা গাছের মতো। পানি দিয়ে, যত্ন দিয়ে ও পরিচর্যা করে করে তাকে বাঁচিয়ে রাখতে হয়। আমরা সবাই চাই, একটা সুন্দর পবিত্র জীবন। চলার পথে হোঁচট খেলে একটু থেমে গিয়ে আবার নতুন করে পথ চলতে হয়।

সুন্দর জীবন যাপন করা কখনো কখনো হয়তো অসম্ভব মনে হতে পারে। সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করতে পারে।

কিন্তু কি লাভ তাতে? সেভাবে বেঁচে না থেকে, বেঁচে থাকার মতো করে বাঁচতে শিখতে হয়। মুখে বলা সহজ, করে দেখানোটা কঠিন। তবু ‘সহজেরে ভালোবাসিলাম’ এর মতো কঠিনেরেও ভালোবাসতে শিখতে হয়!

শামীমা আক্তার শাম্মী

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply