পৃথিবী কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে। মানুষগুলো যেন থমকে আছে। সীমানা নিয়ে কোনো মারামারি নেই। মানুষের উপর থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা।
পৃথিবী এর আগে কখনো মনে হয় এমনটা দেখেনি- মানবজাতি স্বেচ্ছায় ঘরবন্দী হয়। গ্রহ থেকে গ্রহে যে ছুটে চলে অদম্য সাহসে, সে আজ চুপসে আছে সিমেন্ট-বালির দেয়ালে। নিউমার্কেট আজ স্তব্ধ হয়ে আছে। রেলস্টেশনে লাল-সবুজ বাতির দিকে আগ্রহ নিয়ে কেউ সিগনালের অপেক্ষায় নেই।
মানুষের কি আছে, নিজের বলার মত? কিছুই নেই! শুধু শুধুই একজীবনে ঋণের খাতা বড় করি আমরা। কতটুকু অসহায় আমরা প্রকৃতির কাছে, এটা আজ হারে হারে টের পাচ্ছে মানুষ।
কাচারি পাড়ে কেউ পেয়ারা ভর্তা খেতে ভিড় করছে না, পৌর সুপারের নিচে ফুসকা হালিম নিয়ে কোনো ছুটোছুটি নেই। আহ! অবকাশের কথা নাইবা বলি। অফিসে দেরি করে গেলে যার চাকরি হারাবার ভয় থাকতো, আজকে তার অফিসই বন্ধ অনির্দিষ্ট কালের জন্য!
মানুষের কি আছে, নিজের বলার মত? কিছুই নেই! শুধু শুধুই একজীবনে ঋণের খাতা বড় করি আমরা। কতটুকু অসহায় আমরা প্রকৃতির কাছে, এটা আজ হারে হারে টের পাচ্ছে মানুষ। একটা কাশফুলের মত, ক্ষণিকের জন্য সৌন্দর্য ছড়িয়ে চিরাচরিত নিয়মে বিলীন হওয়াই যে কাশফুলের ধর্ম!
তানজিব সারোয়ার মুন্না : অনলাইন এক্টিভিস্ট
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]