শনিবার সকাল ১০:০৮, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

৫২-তে ভাষা ৭১-এ দেশ, ‘বাংলাদেশ’

মাহমুদুল হাসান কায়রো

যারা রাজনৈতিক ফায়দা লাভের জন্য দেশের অভ্যন্তরে ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে দেশকে দুইভাগে ভাগ করতে চায় এবং যারা নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য দেশের সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে বিক্রি করে দেয়, তারাও এই দেশের শত্রু। স্বাধীনতার শত্রু।

১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয় নি, ৭১ সালে জন্ম হয়েছে ‘দেশের’। আর বাংলার জন্ম হয়েছে আরো আগে, ১৯৫২ সালে। ৫২তে ভাষা আর ৭১ এ দেশ, এই আমাদের বাংলাদেশ।

কাজেই শুধুমাত্র ১৯৭১ সালে বিশেষ ভূমিকা পালন করার জন্য কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী এই বাংলাদেশের মালিক হতে পারে না। এই বাংলাদেশের মালিকানা যতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ঠিক ততটুকু শহীদ রফিকের। এই দেশের মালিকানা যতটুকু জিয়াউর রহমানের, ঠিক ততটুকু মালিকানা শহীদ বরকতের, শহীদ জব্বরের। প্রতিটি নাম না জানা শহীদ ও বিজয়ীদের যতটুকু অধিকার, এই বাংলাদেশে ঠিক ততটুকু অধিকার আমারও, আমার ভাইয়েরও, বোনেরও। তোমার ও তোমার ভাইয়েরও, তোমার বোনেরও। ঠিক একই কারণে প্রত্যেক নাগরিকের ভোটও একটি করে।

শুধুমাত্র ১৯৭১ সালে বিশেষ ভূমিকা পালন করার জন্য কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী এই বাংলাদেশের মালিক হতে পারে না। এই বাংলাদেশের মালিকানা যতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ঠিক ততটুকু শহীদ রফিকের। এই দেশের মালিকানা যতটুকু জিয়াউর রহমানের, ঠিক ততটুকু মালিকানা শহীদ বরকতের, শহীদ জব্বরের।

তবে বিভিন্ন সময়ে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করে দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল, যারা এই দেশের সন্তানদের, আমার ভাইদের প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে হত্যা করেছিল, তারা এই দেশের শত্রু ছিল ও সারাজীবন থাকবে। এই সোনার বাংলায় তাদের কোনো অধীকার নাই।

এদের পাশাপাশি যারা রাজনৈতিক ফায়দা লাভের জন্য দেশের অভ্যন্তরে ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে দেশকে দুইভাগে ভাগ করতে চায় এবং যারা নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য দেশের সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে বিক্রি করে দেয়, তারাও এই দেশের শত্রু। স্বাধীনতার শত্রু। এরাও দেশবিরোধী শক্তি, এরাও রাজাকার।

উভয় প্রকার রাজাকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সচেতন হোন। দেশটা আমাদেরই, অন্য কারোর নয়… সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছ।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply