রবিবার ভোর ৫:৫৮, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

হামাগুড়ি দিয়ে মসজিদে এসে নামাজ আদায়!

জুনায়েদ আহমেদ

প্রত্যেক বালেগ মুসলমানের উপর পাঁচওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা অনেকেই কারণে-অকারণে নামাজকে অবহেলা করি, যদিও আমরা সম্পূর্ণ সুস্থ। আবার অনেকে এমন‌ও আছে, যারা কঠিন রোগে আক্রান্ত। কারো হাত নেই, কারো নেই পা। কিংবা থাকলেও অচল। চলাচল করতে পারেন না। কিন্তু নামাজের প্রতি খুব যত্নশীল। তারা খুড়িয়ে খুড়িয়ে বা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যান নামাজ পড়তে।

গতকাল ২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মসজিদে আসরের নামাজের সময় তেমনই একজন লোকের দেখা মিলে। যার দুই পা’ অচল। হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে হয়। তবুও তিনি মসজিদে এসে নামাজ পড়েন। মসজিদে গিয়ে দেখা যায়, তিনি মসজিদের এককোণে বসে একাগ্রতার সাথে নামাজ পড়ছেন। হামাগুড়ি দিয়ে চলার কারণে পুরো শরীর ধূলিময় হয়ে আছে। আর এই ধূলিময় শরীর নিয়ে তিনি একের পর এক রুকু, সেজদা দিয়ে যাচ্ছেন।

এ সময় অনেককে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আবার কেউ কেউ বলছিলেন, আমরা সুস্থ হয়েও নামাজকে অবহেলা করি। আর তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও মসজিদে এসে কত সুন্দরভাবে নামাজ পড়ছেন! নামাজ পড়ে তিনি সাথে সাথেই চলে যান। এই প্রতিবেদক সামনের কাতারে থাকায় তার সাথে কথা বলে নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করণা হচ্ছে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয়।

জুনায়েদ আহমেদ

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply