দুর্নীতি এই দেশের এক নম্বর সমস্যা। সবাই যদি যার যার কাজের জন্য শক্ত জবাবদিহিতার আওতায় আসে তাহলে দেশ অনেকাংশেই দুর্নীতিমুক্ত হবে এবং বাংলাদেশ হবে নিরাপদ এবং সম্প্রীতির।
প্রতিটা বড় মাপের দেশবিধ্বংসী দুর্নীতিবাজ স্যুট-টাই পরে, ক্লিন শেভড। এসব লোক আবার প্রায়ই আমাদেরকে দেশপ্রেম শেখায়, সেমিনার সিম্পোজিয়ামে দেশের উন্নতির উপায় নিয়ে লেকচার দেয়। অবশ্য এরা কথা বলে সুন্দর সুন্দর, কিছু সত্য কথাও। কিন্তু নিজেদের কাজটা কথার সাথে মিলে কদাচিৎ।
দুর্নীতি এই দেশের এক নম্বর সমস্যা। সবাই যদি যার যার কাজের জন্য শক্ত জবাবদিহিতার আওতায় আসে তাহলে দেশ অনেকাংশেই দুর্নীতিমুক্ত হবে এবং বাংলাদেশ হবে নিরাপদ এবং সম্প্রীতির।
এখন ভাবনার বিষয় হচ্ছে, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য স্যুট-টাই পরাকে, ক্লিন শেভড হওয়াকে অপরাধ হিসেবে দেখে এবং ওসব ব্যক্তির যাবতীয় দেশপ্রেম বিষয়ক সুন্দর কথাকে প্রশ্নবিদ্ধ করে কথা বলব, নাকি দেশের প্রতিটা দায়িত্বপ্রাপ্ত লোক যাতে জবাবদিহিতার আওতায় আসে সেটা নিশ্চিত করার উপর জোর দিব?
শেখ রফিকুন্নবী : অনলাইন এক্টিভিস্ট
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]