ভেতরটা ছাইয়ে ভরা। আর আমরা ছাইয়ের স্তুপ দেখে ঈর্ষান্বিত হই। ভাবি, "ইশ! যদি ওর মতো হতে পারতাম!"
নীচ থেকে উপরে ওঠা আনন্দের। কিন্তু শীর্ষ থেকে পা পিছলে নিচে পরাটা ভয়ংকর। আঘাতটা কোথায় লাগে কেবলমাত্র ভুক্তভোগীই বুঝতে পারে। জাকজমকপূর্ণ জীবন থেকে অবসর নিয়ে কেউ যখন ধুম করে সুইসাইড করে বসে, আশপাশের মানুষ অবাক হয়ে ভাবে, “হায়! কি এমন অভাব ছিল যার জন্য এমন কাজ করল? সুখে থাকতে ভূতে কিলায়!”
চোখের পানি মুছে ঘর থেকে বের হওয়া দামি পোষাক, দামি জুতো, সানগ্লাস পরা একটা মাকাল ফলের অবয়ব ছাড়া আমরা আর কিচ্ছু দেখি না, কিচ্ছু টের পাই না।
হয়তো কেউ কোনোদিন জানবে না যে কতদিনে মানুষটা একটু একটু করে নিঃশেষ হয়ে গেছে। কতদিন হাতে ছুরি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যর্থ চেষ্টা চালিয়েছে নিজেকে আঘাত করার। হাতভর্তি ঘুমের ওষুধ খেয়ে ভেবেছে এটাই শেষ ঘুম। কিন্তু আবার ঘুম ভেঙ্গে অনলে দগ্ধ হয়েছে বারবার।
চোখের পানি মুছে ঘর থেকে বের হওয়া দামি পোষাক, দামি জুতো, সানগ্লাস পরা একটা মাকাল ফলের অবয়ব ছাড়া আমরা আর কিচ্ছু দেখি না, কিচ্ছু টের পাই না। সুন্দর পোষাকের সুন্দর অবয়বের মাকাল ফল। যার ভেতরটা ছাইয়ে ভরা। আর আমরা ছাইয়ের স্তুপ দেখে ঈর্ষান্বিত হই। ভাবি, “ইশ! যদি ওর মতো হতে পারতাম!”
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]