যে ব্যক্তিগত জীবনে হতাশার ছাপ প্রকাশ করে, তাকে ক্ষুদ্র হিসেবে বিবেচিত হবার আশঙ্কায় দিন গুণতে হয়। ভুল করাটা মানুষের স্বভাবসুলভ আচরণ। ভুল করার দরুণ নেমে আসে ব্যক্তির জীবনে হতাশা। সহজে সুযোগ পাওয়া যায় না সে ভুলকে দূর করে সুখী জীবনযাপন করার।
পৃথিবীর এই রঙ্গমঞ্চে মানুষগুলো অভিনয় করতে করতে আজ এমন এক মঞ্চে অভিনয় করে চলছে, যেখানে তারা নিজের পরম চাওয়া ‘সুখ’ নিয়েও করছে জটিল এক অভিনয়। আজ চারপাশে সুখী হওয়ার মহড়ায় চলছে রঙ্গমঞ্চের অভিনেতা-অভিনেত্রীদের রঙিন অভিনয়। তবুও তারা পাচ্ছে না প্রকৃত সুখের সন্ধান। সুখী হবার ভাব ধরে চলছে, অবিরাম গতিতে কাজকে সম্বল করে। অথচ তারা এমন সব কাজের পেছনে ছুটে চলেছে, যেগুলো অধিকাংশ সময়ই তাদের দুঃখের কারণ হয়ে থাকে। কাজগুলো সবসময় হয়ে থাকে আত্মসুখ লাভের লক্ষ্যে। যার কারণে বৃহৎ স্বার্থের জন্য তা হুমকীস্বরূপ হয়ে দাঁড়ায়। নেমে আসে অন্যদের জীবনে দুঃখ আর গ্লানি। সে সাথে ব্যক্তির জীবনেও এর প্রকট ছাপ পড়ে।
যে ব্যক্তিগত জীবনে হতাশার ছাপ প্রকাশ করে, তাকে ক্ষুদ্র হিসেবে বিবেচিত হবার আশঙ্কায় দিন গুণতে হয়। ভুল করাটা মানুষের স্বভাবসুলভ আচরণ। ভুল করার দরুণ নেমে আসে ব্যক্তির জীবনে হতাশা। সহজে সুযোগ পাওয়া যায় না সে ভুলকে দূর করে সুখী জীবনযাপন করার। তা দূর করতে তখনও তাকে করতে হয় বিশাল অভিনয নিজের অবস্থান পরিবর্তনের জন্য। কয়টা মানুষই বা এই ছলচাতুরীতে সফল হয়। সে প্রায়শই অভ্যন্তরীণভাবে কষ্টে থাকলেও নিজেকে উপস্থাপন করে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে। অথচ এই অভিনয়ে সে বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ সবসময় এক চরিত্রে অভিনয় করতে ভালোভাবে লাগে না। তাই ক্ষণে ক্ষণে তাকে পোশাক পরিবর্তনের মতো করে চরিত্রকেও পাল্টাতে হয়। ব্যক্তি সবাইকে অতিক্রম করে যেতে পারলেও নিজেকে কখনোও অতিক্রম করে যেতে পারে না। সে সর্বদা সুখের ভান করলেও নিজের কাছে দুঃখের ভারে নুয়ে পড়ে যেতে হয়।
অভিনয় করে শত শত দর্শক শ্রোতার মন জয় করা যায় ঠিকই। অভিনয়ের দ্বারা নিজের মনকে যেমন জয় করা যায় না তেমনি পরম চাওয়া সুখকেও পাওয়া যায় না। পাওয়া যায় না আত্মতৃপ্তি। মানুষগুলোর সাথে চলার পথে ভাসাভাসা চলাফেরায় তাদের সুখী দেখলেও একটু গভীরে প্রবেশ করলে দেখা যায় তার চেয়ে বড় দুঃখী কেউ নেই পৃথিবীতে। সুখের ভান করাটাকে অসুখ বলে চিহ্নিত করাটাই যুক্তিযুক্ত। তাই এর সঠিক চিকিৎসায় আমদের সকলের সচেতন হওয়া জরুরি।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]