শনিবার বিকাল ৫:২৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

সাধুবাদ জানাই মাশরাফির সিদ্ধান্তকে

জাবির হোসাইন

আমি বিশ্বাস করি এই মানুষটিকে, যিনি একদিন নিজেই নেতৃত্ব দেবেন দেশকে, গঠন করবেন নিরপেক্ষ একটি দল।

সাধুবাদ জানাই মাশরাফির সিদ্ধান্তকে তবে সেটা নিরপেক্ষভাবে হলে নিশ্চয়ই মন্দ হত না। দেশের ক্যাপ্টেনসিটাই তাকে পারফেক্ট মানাতো, কারো ছত্রছায়ায় থেকে নয়। মানুষ অনেক দিন ধরেই ভাল অপশনের অপেক্ষায় ছিল। মাশরাফি চাইলে নিজের নেতৃত্বে একট দল গঠন করে মানুষের সে অপেক্ষার অবসান ঘটিয়ে মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত।

হয়ত সেও ভেবেছে এসব। কিন্তু যখন সে অনুধাবন করতে পেরেছে যে নির্বাচনটা একতরফাই হবে, তখন সে হয়ত রাজনীতিতে তার অভিষেকের জন্য কারো ছত্রছায়ায় থাকাটাই বেটার অপশন হিসেবে বেছে নিয়েছে।

আমি বিশ্বাস করি এই মানুষটিকে, যিনি একদিন নিজেই নেতৃত্ব দেবেন দেশকে, গঠন করবেন নিরপেক্ষ একটি দল।

রাজনীতিতে আপনার মত এরকম হাজারো ম্যাশ দরকার। আশা করি হেটাররা খুব শীঘ্রই আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আপনার মত ম্যাশকে রাজনীতিতে বারবার চাইবে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply