এই যাত্রা সকলের জন্য শুভ হোক, বয়ে আনুক শুভ কিছু। যা পাওয়া গেল না বিগত বছরে, সেইসব অপ্রাপ্তি পূরণ হোক আমাদের সকলের।
হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে, তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি।নিত্য নতুনের সমারোহে নতুন ভাবনায় নতুন আরাধনায় নতুন কর্মে নতুন যাত্রায় যেন নতুনের মাঝেই জীবন খুঁজে পায় তার না পাওয়া অন্য কিছু।
যে নিয়মে সময় ক্রমাগত এগিয়ে যায়, সেই চিরন্তন ধারায় চলে গেল ২০১৮। পেছনে পড়ে থাকল আমাদের কর্মের নানান সুখ ও দুঃখ। এক বছরে আমরা যেমন হারিয়েছি, তেমনি করেছি অর্জন।
বিগত দিনের কর্মময় ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হবে আমাদের নতুন বছরের যাত্রা। এই যাত্রা সকলের জন্য শুভ হোক, বয়ে আনুক শুভ কিছু। যা পাওয়া গেল না বিগত বছরে, সেইসব অপ্রাপ্তি পূরণ হোক আমাদের সকলের।
ব্যক্তিগত কিছু পাওয়া আর না পাওয়া সব সময়ই থাকে। তারপরও প্রাপ্তির প্রত্যাশায় বেঁচে থাকে মানুষ। আমাদের সকলের ব্যক্তিগত প্রত্যাশাগুলো নতুন বছরে যেন প্রাপ্তির পথ খুঁজে পায়– এই নিয়ে শুরু হোক ২০১৯ সালের যাত্রা।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]