রবিবার রাত ৪:০৫, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

শিমরাইলকান্দি সম্পাদকীয় কার্যালয় থেকে দেশ দর্শনের কার্যক্রম অব্যাহত

আবির হোসাইন জসিম

করোনা পরিস্থিতির কারণে দেশ দর্শন এর ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার মূল অফিস আপাতত বন্ধ থাকলেও এর কার্যক্রম অব্যাহত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার “সম্পাদকীয় কার্যালয়” থেকে। অর্থাৎ পত্রিকাটির সম্পাদকের নিজ বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি (হাজীবাড়ি) থেকে। এখানে অনেক আগে থেকেই সম্পাদক জাকির মাহদিনের একটি ব্যক্তিগত অফিস রয়েছে। যা তিনি দীর্ঘদিন তার প্রতিষ্ঠিত “আইডিয়াল তাহফীজ একাডেমির” অফিস হিসেবেও ব্যবহার করেছেন।

তিনি জানান, সারাবিশ্বে এবং বাংলাদেশে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করলেও, লক্ষ লক্ষ মানুষ ঘরবন্দী হয়ে চূড়ান্ত হতাশায় কর্মহীন অবস্থায় সময় পার করছে। কিন্তু পত্রিকার সম্পাদকদের এক মুহূর্তও অবসর নেই। তাদের কাজ যেন আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গিয়েছে। প্রতিদিন অসংখ্য নিউজ আসছে। ফোনে সমসাময়িক ঘটনা ও পরিস্থিতির ব্যাখ্যা দাবি করছেন অনেকেই। এদিকে তাদের রাষ্ট্রীয় কোনো সহায়তা বা আর্থিক নিশ্চয়তাও নেই।

তিনি আরো বলেন, সাংবাদিক ও সম্পাদকগণ কেবল নিজেদের ‘আর্থিক উন্নতি’ এবং ‘সংবাদকে’ গুরুত্ব দেয়াও আজকের এ পরিস্থিতির অন্যতম কারণ। তাই আমরা ঘটনার বহুমুখী বিশ্লেষণ, অনুসন্ধান ও উপস্থাপনে তৎপর। যা বাংলাদেশে নেই বললেই চলে। কারণ এতে নিজের পেশাগত জীবন ও আর্থিক অবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু জাতীয়ভাবে এর উপকারিতা অপরিসীম।

আবির হোসাইন জসিম : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply