শনিবার সকাল ১০:২৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

শিক্ষা স্কুল-কলেজের ক্লাসরুমে সীমাবদ্ধ নয়

দেলোয়ার হোসাইন

শিক্ষা স্কুল/কলেজের ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। আমি শিখি একজন পথিকের কাছ থেকে। আমি শিখি একজন ভিক্ষুকের কাছ থেকে। আমি শিখি অবুঝ শিশুর কাছ থেকে।

আমি শিখি পিপিলিকার কাছ থেকে। আমি শিখি শিক্ষিতদের কাছ থেকে। আমি শিখি অশিক্ষিতদের কাছ থেকে। এমনকি আমি শিখি বেয়াদবের কাছ থেকেও।

আর তা-ই প্রকৃত শিক্ষা, যা আমি শিখি বিবেককে সঙ্গে নিয়ে জীবন চলার পথে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply