আমরা মারামারি, কাটাকাটি, অগ্নি-সন্ত্রাস আর দেখতে চাই না।আমরা চাই, রক্তহীন একটি নির্বাচন।
কিছুদিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন।দেশেজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ।ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সংসদ সদস্য পদপ্রার্থীরা।তারাও ভোটারদেরকে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণত দেখা যায়, ভোটের সময় উৎসব উৎসব রব পড়ে পুরো এলাকায়।
তবে এখন নির্বাচনের সময় উৎসবের বদলে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন সাধারণ ভোটাররা। সকলের একটাই প্রত্যাশা, ভোট যেনো তারা সুষ্ঠুভাবে দিতে পারেন। দেশজুড়ে ভোটারদের মধ্যে উৎকন্ঠা রয়েছে।সবচেয়ে বড় সমস্যায় রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়। প্রতিটি এলাকা ঘুরে যা বুঝেছি, প্রত্যেকের মনে একটাই স্বপ্ন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
তবে ভোট দেয়ার পরিবেশটা কী সৃষ্টি করছে প্রশাসন? এই প্রশ্ন এখন সকলের মনে।যেখানেই যাচ্ছি, নেতাকর্মীদের সঙ্গে কথা বললে তারা বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, পুলিশ বিএনপির বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার হয়রানি করছে, গ্রেপ্তারেরর নামে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারে নামে ঘর বাড়ি তল্লাশী, জিনিসপত্র ভাংচুর করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ দাপটের সঙ্গে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে সাধারণ মানুষদের একটাই কথা। তারা বলেন, যে সরকারই আসুক, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। তবু আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। আমরা পূনরায় ২০১৪ সাল দেখতে চাই না।আমরা মারামারি, কাটাকাটি, অগ্নি-সন্ত্রাস আর দেখতে চাই না।আমরা চাই, রক্তহীন একটি নির্বাচন।
সায়মন ওবায়েদ শাকিল : বিশেষ প্রতিনিধি, দেশ দর্শন
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]