আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে টাকায় কেনা সিম রিপ্লেসমেন্ট এর নাম করে পূর্ণ মূল্য হাতিয়ে নিচ্ছে মোবাইল অপারেটর কোম্পানীগুলো
বাঙালি জাতির ভদ্রতার সুযোগ নিয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো মানসিক ফিনান্সিয়াল অত্যাচার করে যাচ্ছে। ১৫০টাকা করে দুইটি এয়ারটেল সিম কিনেছিলাম। আজকে সিমগুলির 2G মডেলের 4G রিপ্লেসমেন্ট করতে গেলাম। আবারো দিতে হলো- ১০০+১০০=২০০টাকা।
কাজ-কাম শেষ হলে সুন্দরী ম্যাডাম নোটবুক এগিয়ে দিয়ে তাতে সেবার মান নিয়ে মতামত জানাতে বললেন। সেবাটি কেমন লেগেছে তার উপর নোটবুকে মাত্র দু’টি অপশন, হ্যাঁ অথবা না! কোনো মতামত লিখে দেয়ারও সুযোগ নেই।
চোখলজ্জা ও ভদ্রতার খাতিরে তো আর ‘না’ অপশনে ফিঙারিং(!) করতে পারি না। তাই ‘হ্যাঁ’ অপশনে আঙুলের ছাপ দিয়ে ভদ্রভাবে দুইশো টাকা যায়েয করে দিলাম!
আমাদের এই ভদ্রতার সুযোগ নিয়ে টাকায় কেনা সিম রিপ্লেসমেন্ট এর নাম করে পূর্ণ মূল্য হাতিয়ে নিচ্ছে মোবাইল অপারেটর কোম্পানীগুলো।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]