রবিবার রাত ৪:১৬, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে ফুঁসে ওঠছে বাংলাদেশ

জুনায়েদ আহমেদ

মোদিকে জানানো আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের ডান-বাম দল-সংগঠনগুলো তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

ভারতের রাজধানী দিল্লিতে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা, নি‌র্যাতন, জ্বালাও-পোড়াও, ঘরবাড়ি ভাঙচুর চালানোর পর শেখ মুজিব জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো আমন্ত্রণ প্রত্যাহারের দাবি দিন দিন জোরালো হচ্ছে। বাংলাদেশের ডান-বাম দল ,সংগঠনগুলো এক ও অভিন্ন দাবিতে অর্থাৎ নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

প্রতিবাদকারীরা বলছেন, মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছিলো। এখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ‍দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাঙ্গা লাগিয়ে ইতিমধ্যে প্রায় অর্ধশত মুসলমানকে হত্যা করেছে। হাজার হাজার মুসলমানের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে।

এমন নাজুক সময়ে মোদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের স্থপতি শেখ মুজিবের জন্মশতবার্ষিকীতে মোদির উপস্থিতি জাতির জন্য চরম‘লজ্জাজনক’, যা কোনোভাবেই মেনে নেওয়া যায়া না বলে মনে করছেন তারা। তারা আরো বলছেন, মোদির ব্যাপারে দেশের সব শ্রেণীর, পেশার, সব ধর্মের মানুষই প্রচণ্ড ক্ষিপ্ত। সরকারকে দেশের জনগণের আবেগ-অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

এদিকে ডান-বাম দলের তীব্র আন্দোলন সত্ত্বেও নরেন্দ্র মোদি বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। মুজিব শতবার্ষিকীতে বাংলাদেশে মোদির ‘আগমনকে’ অধিকাংশ মানুষ জাতির জন্য চরম ‘অপমানজনক’ বলে মনে করলেও মোদির আগমনকে “সৌভাগ্যের ”বিষয় বলে মনে করছেন কতিপয় আওয়ামী লীগ কর্মীরা।

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply