মূর্তিপূজা থেকেও তন্ত্র-মন্ত্রের পূজা মারাত্মক। কেননা মূর্তিপূজা মানুষের সামগ্রিক জীবনে যতটুকু প্রভাব ফেলে, তন্ত্র-মন্ত্রের পূজা তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে।
বর্তমানে মুসলিমসহ সমগ্র মানবজাতি মনস্তাত্মিকভাবে নানা তন্ত্র-মন্ত্রের পূজা করছে প্রতিনিয়ত। অর্থাৎ ইসলামের ভিত্তি তওহীদ থেকে বিচ্যুত হয়ে শেরকে নিমজ্জিত সকলেই। আল্লাহর দেওয়া সত্য দীন প্রত্যাখ্যান করে আমরা আজ বস্তুবাদী ইহুদি-খ্রিস্টান দাজ্জালের তৈরি সামগ্রিক সিস্টেম গ্রহণ করে দুনিয়াতে যেমন সুদ, ঘুষ, ব্যাভিচার, যুদ্ধ-বিগ্রহ, হানাহানি, অনৈক্য- এক কথায় চূড়ান্ত অন্যায়, অবিচার, অশান্তি প্রতিষ্ঠা করেছি তেমনি এই শেরকের শাস্তি স্বরূপ আখেরাতেও আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, নরক।
.
তাছাড়া মূর্তিপূজা থেকেও তন্ত্র-মন্ত্রের পূজা মারাত্মক। কেননা মূর্তিপূজা মানুষের সামগ্রিক জীবনে যতটুকু প্রভাব ফেলে, তন্ত্র-মন্ত্রের পূজা তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। এখন এই সামগ্রিক সিস্টেম পরিত্যাগ করে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে যদি পৃথিবীকে মানুষের বাসযোগ্য করায় কোনো ভূমিকা না রাখি, তবে আমাদের সকল এবাদতই অর্থহীন হবে। কেননা তাওহীদহীন কোনো এবাদতই আল্লাহ গ্রহণ করেন না।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]