তারা যা করছে, নিজেদের ও বিশেষ শ্রেণির স্বার্থ সংরক্ষণ; বুঝে অথবা না বুঝে। তারা পছন্দমতো আলোচক ও কলামিস্ট বাছাই করে এক একটা ‘শ্রেণি’ তৈরি করছে, সম্পূর্ণ ব্যবসায়িক, গোষ্ঠীগত ও দলীয় স্বার্থে।
প্রতিদিনের শত শত দুর্ঘটনা-দুঃসংবাদ-দুর্নীতিতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি প্রতিনিয়ত। এখন সেগুলো আর আমাদের আন্দোলিত করে না, বরং নেতিবাচক প্রভাব বিস্তার করে। এর কারণ, সংবাদ প্রদানের পাশাপাশি পরিস্থিতি উন্নয়নের খাঁটি মাল-মসলা ও জ্ঞান-জিজ্ঞাসা মিডিয়া আমাদের দিচ্ছে না। এমনকি তারা নিজেরাও খোঁজ করছে না।
তারা যা করছে, নিজেদের ও বিশেষ শ্রেণির স্বার্থ সংরক্ষণ; বুঝে অথবা না বুঝে। তারা পছন্দমতো আলোচক ও কলামিস্ট বাছাই করে এক একটা ‘শ্রেণি’ তৈরি করছে, সম্পূর্ণ ব্যবসায়িক, গোষ্ঠীগত ও দলীয় স্বার্থে।
দুঃখিত, আমি এসব বুঝি না। এই সমাজ ও সামাজিকতা বুঝি না। এই শিক্ষা ও শিক্ষাব্যবস্থা বুঝি না। এই মিডিয়া, সংবাদ ও সাংবাদিকতা বুঝি না। খণ্ডিত দৃষ্টিভঙ্গির এই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপগুলো একেবারেই বুঝি না।
আমি বুঝি না দৈনিক কাগজের লেখক-কলামিস্টদের কলামগুলো কেন বছরের পর বছর এমনকি যুগের পর যুগ একই রকম থেকে যায়। তাদের লেখার মূল চরিত্র ও দৃষ্টিভঙ্গিতে এতটুকু পরিবর্তন নেই। পক্ষপাতমূলক ও গতানুগতিক রাজনৈতিক সমালোচনা, প্রতিটি সমস্যার উৎস ও মূলধারায় প্রবেশ না করেই সংবাদ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাওয়া, মতামত ও ব্যাখ্যা-বিশ্লেষণে তাত্ত্বিক দিকটা প্রাধান্য না দেওয়া ইত্যাদি।
দুঃখিত, আমি এসব বুঝি না। এই সমাজ ও সামাজিকতা বুঝি না। এই শিক্ষা ও শিক্ষাব্যবস্থা বুঝি না। এই সংবাদ ও সাংবাদিকতা বুঝি না। খণ্ডিত দৃষ্টিভঙ্গির এই বিচ্চিন্নতাবাদী কার্যকলাপগুলো একেবারেই বুঝি না।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]