শনিবার রাত ১২:৫৮, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

মা, বুঝে নিও না-বলা কথাগুলো

সারোয়ার জাহান

মায়ের সাথে আমার সুখ স্মৃতি অনেক যা ভাষায় প্রকাশ করা যাবে না। স্মৃতিগুলোর মধ্যে সম্প্রতি ময়মনসিংহ চক্ষু হাসপাতালের একটি স্মৃতি চোখের সামনে ভেসে উঠে। একজন মানুষ কি করে হাসি মুখে তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে যায়।

আমার মা, আল্লাহর অশেষ রহমতে (মা) তুমি এখন ভালো আছো। যদিও গত নভেম্বর থেকে শেরপুর-ময়মনসিংহ মেডিকেল-আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল এবং সর্ব শেষ ময়মনসিংহ চক্ষু হাসপাতাল থেকে এখন বাড়িতেই আছো। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি সুস্থ হয়ে আগেরমত তোমার সারুকে স্মরণ করবে। রোজ সকালে তোমার ডাকে আমার ঘুম ভাঙবে।

যদিও আমি তোমার থেকে অনেক দূরে। বুকের ভেতরে জমানো অনেক কথাই আসলে তোমাকে বলার সময়–সুযোগ হয়ে ওঠে না। কারণ, তোমার সেই ছোট্ট সারু যে আর ছোট্ট নেই। বড় হয়ে গেছে, তার কর্মের পৃথিবীতে সে অনেক ব্যস্ত। তাই এখন প্রাণ খুলে সময় নিয়ে তোমার সঙ্গে গল্প করা হয় না, আড্ডাও দেয়া হয় না। কিন্তু আমি জানি, তুমি আমার এই না–বলা কথাগুলো নিজে থেকেই বুঝে নিয়ে আমারই কল্যাণের জন্য, আমার সাফল্যের জন্য তুমি মন থেকে দোয়া করো। কারণ, আমি বুঝি তোমার সারুকে তুমি কতটা ভালোবাসো।

আমার মা

মায়ের সাথে আমার সুখ স্মৃতি অনেক যা ভাষায় প্রকাশ করা যাবে না। স্মৃতিগুলোর মধ্যে সম্প্রতি ময়মনসিংহ চক্ষু হাসপাতালের একটি স্মৃতি চোখের সামনে ভেসে উঠে। একজন মানুষ কি করে হাসি মুখে তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে যায়। কথাটা মনে হলেই সেই মুহূর্তের ছবিটা ফোনের গ্যালারিতে খুঁজি আর ছবিটার দিকে একপলকে তাকিয়ে থাকি। ভালোবাসি মা তোমায় অনেক অনেক ভালোবাসি।

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। তবু মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়েই পালন করা হয় মা দিবস। ১২ মে এবারের মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply