এবার মাশরাফি কাজ করতে চান নিজ এলাকার মানুষের জন্য। তিনি মনে করেন, রাজনীতিতে যুক্ত হলে বৃহৎ পরিসরে এলাকা ও মানুষের জন্য কাজ করা সহজ হবে। সেই উপলব্ধি থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের এক অবিস্মরণীয় নাম- মাশরাফি বিন মর্তুজা; কোটি বাঙালির হৃদয় জয় করেছেন, জীবন বাজি রেখে ক্রিকেট খেলে। মার্ভেল কমিক্স এর সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার মত বাংলার জনগণের কাছে তিনিও সুপারহিরো। এ কারণে তাকে ক্যাপ্টেন বাংলাদেশ বলা যেতেই পারে। তিনি দেশের জন্য বয়ে এনেছেন সম্মান ও খ্যাতি। মূলত তার নেতৃত্বেই বাংলাদেশ ‘বাংলাদেশ দল’ হয়ে উঠেছে। হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটে এক পরাশক্তি।
এবার মাশরাফি কাজ করতে চান নিজ এলাকার মানুষের জন্য। তিনি মনে করেন, রাজনীতিতে যুক্ত হলে বৃহৎ পরিসরে এলাকা ও মানুষের জন্য কাজ করা সহজ হবে। সেই উপলব্ধি থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল থেকে মনোনয়নও পেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মাশরাফি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার কথাগুলো ইতোমধ্যেই কোটি মানুষের হৃদয় ছুয়েছে।
২০০১ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের অংশ হয়ে থাকা মাশরাফিকে ক্রিকেটভক্তদের বাইরেও অনেকেই তার নেতৃত্বগুণ ও প্রভাববিস্তারকারী চরিত্রের জন্য আদর্শ হিসেবে ভেবে থাকেন। তবে এখন রাজনীতির ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়ায় মাশরাফিকে নিয়ে জনমানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মাশরাফি বিন মর্তুজা রাজনীতিতে অন্তর্ভূক্তি নিয়ে সরগরম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। হঠাৎ রাজনীতিতে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে নানা রকম আলোচনা-সমালোচনা চলছিল। তারমধ্যেই তিনি ফেসবুকে রাজনীতিতে আসা নিয়ে ব্যাখ্যা দেন। মাশরাফির এ ব্যাখ্যা নিয়েও আলোচনার ঝড় শুরু হয়েছে। নির্বাচনের ডামাডোলে প্রাথীরা স্বাভাবিকভাবে আলোচনার ইস্যু হলেও মাশরাফির ব্যাপারটা ভিন্ন।
২০০১ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের অংশ হয়ে থাকা মাশরাফিকে ক্রিকেটভক্তদের বাইরেও অনেকেই তার নেতৃত্বগুণ ও প্রভাববিস্তারকারী চরিত্রের জন্য আদর্শ হিসেবে ভেবে থাকেন। তবে এখন রাজনীতির ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়ায় মাশরাফিকে নিয়ে জনমানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সম্প্রতি মাশরাফি কেনো রাজনীতিতে, এ নিয়ে বিভিন্ন মন্তব্য আসে। অনেকে নিজস্ব মন্তব্যে মাশরাফির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। শুধু নির্দিষ্ট রাজনৈতিক দলে অংশ নেওয়ার কারণে মাশরাফিকে নেতিবাচক মন্তব্য পেতে হয়েছে তার পেইজে।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]