এই মহাবিশ্বে কোনো কিছুরই নিরঙ্কুশ স্বাধীনতা নেই
মানুষের এক পা তোলার স্বাধীনতা আছে, দুই পা তোলার স্বাধীনতা নাই। মানুষের স্বাধীনতা সীমাবদ্ধ, সীমাহীন নয়। আপেলকে মাটিতে পড়তে হয়, উপরে ওঠার স্বাধীনতা তার নেই। জলকে সিক্ত করতে হয়, অগ্নিকে দহন করতে হয়।
অগ্নিকে সিক্ত করার স্বাধীনতা দেওয়া হয়নি। জলকে দহন করার স্বাধীনতা দেওয়া হয়নি। সবকিছুই অলঙ্ঘনীয় সীমানার মধ্যে আবদ্ধ।
এই মহাবিশ্বে কোনো কিছুরই নিরঙ্কুশ স্বাধীনতা নেই। প্রত্যেক গ্রহ উপগ্রহ নক্ষত্রকে আবর্তিত হতে হয় নির্দিষ্ট কক্ষপথে। নিজের মতো মহাকাশে ঘুরে বেড়ানোর স্বাধীনতা কোনো গ্রহের নেই।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]