শনিবার সকাল ৯:১৯, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মগবাজারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। রোববার (২৭ জুন) রাতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ছয়জন নিহতের তথ‌্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রমনা স্টেশন অফিসার ফয়সালুর রহমান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার বরাত দিয়ে রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, আহতদের মধ‌্যে ৩৭ জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে ২ জন ও বার্ন ইউনিটে ২ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল রাইজিংবিডিকে জানিয়েছেন, মগবাজার মোড়ে আড়ং শোরুমের পাশের তিন তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply