শনিবার সকাল ৭:৩৮, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

বিজয়নগরে ‘আনসার আল ইসলামের’ শীর্ষ নেতা গ্রেফতার

দেশ দর্শন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষ স্থানীয় নেতা মুফতি জসিম উদ্দীন তানভীরকে (২৮) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঘনশ্যামপুর গ্রামের ঘনশ্যামপুর দারুল উলুম মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোনসেট এবং উগ্রবাদী বই ও কিছু লিফলেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১৭ সেপ্টেম্বর আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। ওই জঙ্গি সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে হবিগঞ্জ জেলার শীর্ষ স্থানীয় নেতা মুফতি জসিমউদ্দীন তানভীরের বিষয়ে জানা যায়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সার্বিক তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জসিম উদ্দিন নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষ স্থানীয় নেতা বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে হবিগঞ্জ জেলা থেকে গোপনে ব্রাহ্মনবাড়িয়া গিয়ে সেখানকার একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাধারণত বিভিন্ন অ্যাপস ব্যবহার করে চরমপন্থার উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছিলেন।

এছাড়া সংগঠনের শীর্ষ স্থানীয় হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্য মটিভেটর হিসেবে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ এবং অফলাইনে সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করছিলেন। তার মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার প্রচারণার প্রমানাদি জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, সংগঠনের বেশ কয়েকজন সক্রিয় সদস্য গ্রেপ্তার হওয়ায় তিনি বহুদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply