শনিবার রাত ৮:২০, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

বাড়ি-তাজমহল বানানো শ্রমিকগণ

খুরশিদা বাহার বীথি

যে সকল শ্রমিকেরা তাজমহল নির্মাণ করেছিল, সম্রাট শাহজাহান তাঁদের হাত কেটে ফেলেছিল

কত বিপদ মাথায় নিয়ে এরা আমাদের শান্তির বাড়ি করে দেয় অথচ আমরা কি তাঁদের মূল্যায়ন করি? উন্নয়নের ধারাবাহিকতায় এঁদের নাম কয়বার উচ্চারিত হয়? এঁদের নাম কি কখনো ইতিহাসে লেখা হয়েছে?

তাজমহল, টুইন টাওয়ার, আলিশান বাংলো, কটেজ, সেতু বানাতে এঁদের অবদান অনেক। অথচ তাঁদের নাম কে মনে রেখেছে? কে কতবার খোঁজ নিয়েছে তাদের ঘরে আজ অন্ন জুটেছে কি না? তাঁদের সন্তানরা লেখাপড়া করতে পারে কি না? অসুস্থ হলে তারা চিকিৎসা পায় কি?

ইতিহাস সাক্ষী, যে সকল শ্রমিকেরা তাজমহল নির্মাণ করেছিল, সম্রাট শাহজাহান তাঁদের হাত কেটে ফেলেছিল। যেন তাঁরা আর কখনো দ্বিতীয় তাজমহল বানাতে না পারে। আমরা এতটাই নিষ্ঠুর জাতি!

 

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply