শনিবার ভোর ৫:৩৯, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

বাইনারি চিন্তার বই-ই বেস্ট সেলার

রওশন আরা মুক্তা

আমাদের সোসাইটিই বাইনারি চিন্তার পূজারি। হয় সাদা নাইলে কালো। যদি সাদা না হয় তাইলে অবশ্যই কালো? কালো যদি না থাকে তাইলে আর কি সব সাদা! এই হইল বাইনারি চিন্তা ভাবনা। মোটা দাগের এইসব চিন্তার বই সব সময়ই বিক্রি হয়।

বাংলা বইয়ের প্রচার প্রসার কখনোই বেস্ট সেলার বেজড ছিল না। বেস্ট সেলার আইডিয়াটা আমদানি করা। হুমায়ূন আহমেদের বই যে একের পর এক মুদ্রণে একই বইমেলাতে আসতো সেসবকেও বেস্ট সেলার তকমা লাগাতে হয়নি গায়ে। বেস্ট সেলার ব্যাপারটা ইংরেজি বইয়ের পরিচয়েই ব্যবহৃত হতে দেখেছি।

কোন বই বেস্ট সেলার সেই হিসাব কষে অনেকেই বই কিনতে পারেন। অনেকেই যেহেতু কিনছে আমিও কিনি, এরকম আর কি! আমি নিজেই প্যারাডক্সিকাল সাজিদ কিনছিলাম রকমারির বেস্ট সেলার খেতাব দেখে। ট্র‍্যাশ বই কোনো সন্দেহ নাই। বইয়ের আলোচনা উস্কানিমূলক বাইনারি চিন্তা নিয়ে। যাদের এইসব উস্কানি ও বাইনারি ব্যাপার স্যাপার ভালো লাগে তারা তো এই বই কিনবেই। আমাদের সোসাইটিই বাইনারি চিন্তার পূজারি। হয় সাদা নাইলে কালো। যদি সাদা না হয় তাইলে অবশ্যই কালো? কালো যদি না থাকে তাইলে আর কি সব সাদা! এই হইল বাইনারি চিন্তা ভাবনা। মোটা দাগের এইসব চিন্তার বই সব সময়ই বিক্রি হয়। তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম, হুমায়ুন আজাদের নারী এর প্রকৃষ্ট উদাহরণ। তবুও সেইসব বইকে বেস্ট সেলার বলতে দেখি নাই কখনও।

বেস্ট সেলারের হিসাব করলে, বিসিএস গাইড, মেডিকেল ভর্তি গাইড, ব্যাংক নিয়োগ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গাইড সব চেয়ে বেশি বিক্রি হয় বাজারে। মেডিকেল সেক্স গাইডও বিক্রি হয় দেদারসে।

বেস্ট সেলারের হিসাব করলে, বিসিএস গাইড, মেডিকেল ভর্তি গাইড, ব্যাংক নিয়োগ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গাইড সব চেয়ে বেশি বিক্রি হয় বাজারে। মেডিকেল সেক্স গাইডও বিক্রি হয় দেদারসে। বেশি বিক্রি হলে বইটা খারাপ তা কিন্তু না। কিন্তু এইটাই এখনের সময়কে রিপ্রেজেন্ট করে সেটা বলা যাবে না।

তাইলে বেস্ট সেলার, এই ফরেন ব্যাপারটা কী? এইটা হইল রকমারি ডটকমের বিজনেস। তাদের অভিনন্দন, ব্যবসা ভালোভাবে করতে পারার জন্য। সমস্যাটা রকমারির না। সমস্যাটা হলো বই পড়ুয়া হিসাবে আমরা একটা আনাড়ি জাতি।

বই কেন পড়া দরকার, সেটা নিয়েও আমরা কোনো জ্ঞান রাখি না। নিজেও পড়ি না, কাউকে পড়তেও বলি না। বইয়ের বাজার নিয়ে ম্যাচিউরড হতে আমাদের আরও অনেক সময় লাগবে, ততদিন বেস্টসেলার ব্যাপারটা আমদানি হতে থাকুক। এরপর একটা সময় আসবে যখন বেস্ট সেলার বললেই বই বিক্রি হয়ে যাবে। খারাপ কি!

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply