শনিবার বিকাল ৪:৫৬, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

ফেসবুক আইডিতে সরকারের অবৈধ হস্তক্ষেপ

সোহাগ মাহবুব হাসান

সরকার ভয়াবহ যে কাজটি করবে, সেটা হলো আপনার আইডি হ্যাক করবে। তারপর সেখানে এমন কিছু পোস্ট করবে, যাতে আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হোন। কিংবা তারা নিজেরাই একটা গুজব রটিয়ে দেবে আপনার আইডি ব্যবহার করে। তারপর সেই গুজব রাটানোর কারণে আপনাকেই আবার জেলে পুড়ে দেবে। আর লঘু শাস্তি হিসাবে আইডি হারানো, কিংবা বেশ কিছুদিনের জন্যে ব্লক করে দেয়া হবে সমালোচনাকারীদের।

যারা সরকারের সমালোচনা করে ফেসবুকে লিখালেখি করেন, তাদের জন্যে একটা দুঃসংবাদ। আগামী মাস থেকে প্রায় আড়াই হাজার আইটি প্রফেশনালস কাজ করবে সরকারের পক্ষে। মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার। বিভিন্ন কালো আইন, গ্রেফতার, মামলা, গুম করেও অনলাইন এক্টিভিস্টদের দমানো যায়নি। নির্লজ্জ দালালীর কারণে প্রচলিত মিডিয়ার কথাগুলোর চেয়ে মানুষ এখন বিশ্বাস করে যোগাযোগ মাধ্যমের সিটিজেন জার্নালিজমে। তাই প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পাশাপাশি জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকেও কব্জা করতে চায় সরকার।

এরা সবচেয়ে ভয়াবহ যে কাজটি করবে, সেটা হলো আপনার আইডি হ্যাক করবে। তারপর সেখানে এমন কিছু পোস্ট করবে, যাতে আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হোন। কিংবা তারা নিজেরাই একটা গুজব রটিয়ে দেবে আপনার আইডি ব্যবহার করে। তারপর সেই গুজব রাটানোর কারণে আপনাকেই আবার জেলে পুড়ে দেবে। আর লঘু শাস্তি হিসাবে আইডি হারানো, কিংবা বেশ কিছুদিনের জন্যে ব্লক করে দেয়া হবে সমালোচনাকারীদের।

খুব সাধারণ কয়েকটা নিয়ম মেনে চলুন এই কদিন। অপরিচিত কোনো আইডি এ্যাড করবেন না। বিশেষকরে মেয়েদের একদমই না। কারণ শয়তানের একটা মোক্ষম অস্ত্র হলো মেয়েরা। অনাকাঙ্ক্ষিত কোনো লিঙ্কে যাবেন না। মোবাইলে এসএমএস করে লটারিতে জিতেছেন বা অন্যকোনো লোভ দেখিয়ে কোনো লিঙ্ক পাঠালে সেখানে ক্লিক করবেন না। নিজের আইডি পাসওয়ার্ড যথাসম্ভব সিকিউরড রাখুন। আগামী কয়েক মাস প্রয়োজনে প্রতি সপ্তাহে পাসওয়ার্ড চেঞ্জ করুন।

আর বিএনপিপন্থী ভাইদের বলছি, আপনারা কি আপনাদের অনলাইন সহযোদ্ধাদের সহযোগীতার জন্যে কোনো পরিকল্পনা করে রেখেছেন? খুব জরুরিভিত্তিতে আইটি প্রফেশনালদের নিয়ে একটা মনিটরিং সেল গঠন করা উচিৎ। যদিও একটা প্লাটফর্ম মনে হয় আছে। তবে সেটাকে অনেক শক্তিশালী করতে হবে। রাজপথের পাশাপাশি এবার যুদ্ধটা কিন্তু অনলাইনেও হবে। আর দিন কয়েক পরেই সোশ্যাল মিডিয়া পুরোটাই বদলে যাবে। বি প্রিপেয়ার্ড ফর দিস উইথ অল ইউর এভিডেন্স এন্ড ডিটেইল।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply