বুধবার সকাল ১০:৩৭, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে নভেম্বর, ২০২৪ ইং

প্রতিপক্ষ নির্মূলের অপচেষ্টা

মোজাম্মেল হক

প্রতিপক্ষকে নির্মূল ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা কি কোনো সভ্য মানুষ, সমাজ সমর্থন দিতে পারে?

ব্যক্তি, সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী থাকে, পক্ষ-প্রতিপক্ষ থাকে। প্রতিযোগিতা চলে, সুস্থ প্রতিযোগিতা। তাতে যে ভাল করে সে এগিয়ে যায়, খারাপ করলে সংশোধিতরূপে পুনরায় ভাল করার চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু প্রতিপক্ষকে নির্মূল ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা কি কোনো সভ্য মানুষ, সমাজ সমর্থন দিতে পারে?

সেদিন টকশোতে একজন সাবেক বর্ষীয়ান আমলা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কথা স্বীকার করে প্রতিপক্ষ দল এবং সরকারের সমালোচনা করছিলেন, খারাপ লাগেনি। প্রশ্ন হলো- যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার দ্বারা প্রতিপক্ষ দলের প্রধান নেতাসহ শীর্ষ সবাইকে হত্যা করে ক্ষমতা স্থায়ী করতে চেয়েছিলো, তারা কি পারতো সমুদ্র বিজয়, পদ্মা সেতু নির্মাণ, স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন, ছিটমহল বাসিন্দাদের আটষট্টি বছর পূর্বের ঝুলে থাকা সমস্যার স্থায়ী সমাধান, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, নিম্ন মধ্যম আয়ের বা উন্নয়নশীল দেশগুলোর সারিতে দেশকে পৌঁছে দেয়া, দারিদ্রসীমার নীচে বসবাসকারীর সংখ্যা একুশ শতাংশে নামিয়ে আনাসহ আরো উল্লেখ করার মত মহা ও মেগা প্রকল্প বাস্তবায়ন করতে?

এ-সবকিছুর স্বপ্নদ্রষ্টা ও রূপকার বর্তমান প্রধানমন্ত্রী, যিনি স্বপ্ন দেখিয়েই থেমে নেই, দৃঢ় পদক্ষেপে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে মর্যাদার আসনে পৌঁছানোর প্রচেষ্টায় রত। তাই, সুস্থ স্বাভাবিক এবং স্বদেশ স্বজাতির কল্যাণে অবদান সৃষ্টির যে কোনো প্রতিদ্বন্দ্বীতা, প্রতিযোগিতাকে স্বাগত জানাই। নির্মুল নিশ্চিহ্ন করার কুপ্রচেষ্টার প্রতি জানাই নিন্দা ও ধিক্কার।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply