বৃহস্পতিবার সকাল ৮:২৯, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

পুলিশের উদ্ধারকৃত ১৭ মোটরসাইকেল থেকে খুঁজে নিন আপনারটি

রাজধানী ঢাকা ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে ১৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গত ৮ জুন রাজধানীর হাতিরঝিল ও কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জ এলাকায় ধারাবাহিক এই অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর দেখে খুজেঁ নিন আপনার হারিয়ে যাওয়া মোটরসাইকেল।

উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলগুলোর বিবরণী নিম্নরুপ:-

(১) লাল রংয়ের একটি এপাচি আরটিআর ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MD624HC10G2N44263,

(২) লাল রংয়ের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল।

যার রেজিস্ট্রেশন নম্বর প্লেটে বগুড়া-ল-১২-১২৫২ এবং চেসিস নং- MD2A11CZ0FWE94588,
(৩) নীল রংয়ের একটি পালসার এনএস রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং-MD2A820Z2GCK02990,

(৪) নীল রংয়ের একটি পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। যার চেসিস নং-MD2A11CY5HWA89112,

(৫) কালো রংয়ের একটি সুজকি ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। যার চেসিস নং- NG4BW-110426, যা ঝালাই এর কারণে অস্পষ্ট। ইঞ্জিন নং- BGA1-662080

(৭) লাল রংয়ের একটি হিরো গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MBLJA06EZCGK00162,

(৮) নীল ও কালো রংয়ের একটি বাজাজ ডিসকভার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MD2A14AZ8EWK05490

(৯) নীল রংয়ের একটি হিরো হোন্ডা গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MBLJA06ANGGM10575

(১০) কালো রংয়ের একটি সুজকি জিক্সার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MB8NG4BAAF8130356,

(১১) লাল ও কালো রংয়ের একটি বাজাজ ভিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- PSUB44BY3LTM58623,

(১২) সাদা রংয়ের একটি ইয়ামাহা ফেজার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং-2CL31404889,

(১৩) কালো রংয়ের একটি বাজাজ প্লাটিনা রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল, যার চেসিস নং- MD2A18AZ4FWK78896,

(১৪) কালো রংয়ের একটি ইয়ামাহা আর ওয়ান-১৫ (R-15) রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যাহার চেসিস নং- MH3RG4710LK142730 ,

(১৫) কালো ও সাদা রংয়ের একটি আরটিআর টিভিএস এপ্যাচি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- MD634KE47F2F52838,

(১৬) কালো ও লাল রংয়ের একটি বাজাজ পালসার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস নং- PSUA11CY8MTA88687,

(১৭) একটি টিভিএস এপ্যাচি আরটিআর রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, ইঞ্জিন ও চেসিস নম্বর পাঞ্চিং।

সূত্র: ডিএমপি নিউজ

ক্যাটাগরি: প্রতিনিউজ,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply