নেত্রকোনা মদন উপজেলার মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর হাওরে ঘুরতে এসে ট্রলার ডুবে ১৭ জন মাদরাসার ছাত্র ও শিক্ষকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হওয়া ছাত্র-শিক্ষকদের অধিকাংশই ময়মনসিংহের চরখরিচা, তারাকান্দা ও আশপাশের এলাকার। তারা ঈদকে কেন্দ্র করে একটি সাংগঠনিক ভ্রমণে উচিতপুর হাওরে ঘুরতে গিয়েছিলেন। তাদের ট্রলারে ৪৮ জন যাত্রী ছিলো।
এদের মধ্যে ১৭ জনের লাশ ও ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের লাশ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
এদিকে ঈদের সময় একসাথে এতজন হাফেজ- আলেমের মৃত্যুতে শোকে স্তব্ধ নেত্রকোনা, ময়মনসিংহের আলেম-উলামাসহ সারা দেশের সর্বস্তরের মানুষ। তারা নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছেন।
জুনায়েদ আহমেদ: স্টাফ রিপোর্টার, নেত্রকোনা থেকে
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]