বাংলাদেশে ২০০০ সালের পরে জন্ম নেয়া ‘মানুষগুলোকে’ প্রচলিত ধর্মীয় ওয়াজ নসিহত, প্রচলিত আইন, সংবিধান, শিক্ষা বা চেনাজানা অন্যকোনো চিন্তাধারা দিয়ে শাসন-নিয়ন্ত্রণ সম্ভব নয়।
আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে বেড়ে উঠছে একটা অসভ্য প্রজন্ম, চরম অসভ্য। এদেরকে এদের মা বাবা শাসন করে না, করতে জানেও না। নিজেরা একধরনের মূর্খ হওয়ায় পয়সার বিনিময়ে সন্তানদের শিক্ষার দায়ভার তুলে দেয় কথিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর।
আর সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কথায় অভিভাবকগণ অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের হাতে কিনে দিচ্ছে স্মার্ট ফোন। সরকারও ‘ডিজিটালের’ নামে এদের হাতে তুলে দিচ্ছে নিয়ন্ত্রণহীন ধ্বংসাত্মক মারণাস্ত্র।
এই প্রজন্মটাকে বাবা-মা শাসনের ক্ষেত্রে প্রচণ্ড ভয় পায়। এদিকে এরা মামা-কাকা বা পরিবারের অন্য কারো কথা একেবারেই শোনে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এদের বানাচ্ছে চরম বেয়াদব। সমাজ ও রাষ্ট্র এদের প্রশ্রয় দিচ্ছে।
অভিভাবকগণ অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের হাতে কিনে দিচ্ছে স্মার্ট ফোন। সরকারও ‘ডিজিটালের’ নামে এদের হাতে তুলে দিচ্ছে নিয়ন্ত্রণহীন ধ্বংসাত্মক মারণাস্ত্র।
অন্যদিকে নিম্নবিত্ত পরিবারগুলোতে জন্ম নিচ্ছে ছিচকে চোর, ইভটিজার, সন্ত্রাস, মাদকাসক্ত। আর উচ্চবিত্ত পরিবারগুলোর ঘরে ঘরে জন্ম নিচ্ছে মানসিক অসুস্থ, হতাশাগ্রস্ত, হিংস্র ও পঙ্গু একটা প্রজন্ম। হ্যাঁ, এভাবেই আমরা ‘এগিয়ে’ যাচ্ছি।
আরো পড়ুন> কবিতা ও জ্ঞানগত রচনার পার্থক্য
বাংলাদেশে ২০০০ সালের পরে জন্ম নেয়া ‘মানুষগুলোকে’ প্রচলিত ধর্মীয় ওয়াজ নসিহত, প্রচলিত আইন, সংবিধান, শিক্ষা বা চেনাজানা অন্যকোনো চিন্তাধারা দিয়ে শাসন-নিয়ন্ত্রণ সম্ভব নয়।
বরং এদেরকে নিয়ন্ত্রণ, শাসন বা নূ্ন্যতম শিক্ষিত করতে হলে সম্পূর্ণ নতুনভাবে কিছু পরীক্ষা-পরীক্ষা ও পর্যালোচনা করতে হবে; শিক্ষা, ধর্ম, আইন, বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো নিয়ে।
জাকির মাহদিন: সম্পাদক, দেশ দর্শন
zakirmahdin@gmail.com
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]