কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিলো, এতে কখনো ভেঙ্গে পড়বেন না। বরং ভাববেন, সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে। কারণ এই রকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন। তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না (নিজ অভিজ্ঞতা থেকে বলছি)। সে হয়তো মনে মনে ভাবছে, ধাক্কা দিয়ে ভালো করেছে, কারণ দুর্বল হয়ে গেছেন আপনি।
কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেয়া, আপনি দুর্বল নয় বরং আরো সাহসী হয়ে উঠেছেন। আরো কিছু করে দেখার দৃঢ় মানসিকতা তৈরি হয়েছে। জীবনে চলার পথে এই রকম দু-একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি, তাদের জন্য অতীব প্রয়োজন। এতে ভুল আর গাধা মানুষগুলোকে চেনা যায়।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]