রবিবার ভোর ৫:৫০, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

দেশ দর্শন ব্লগ ও নাগরিক সাংবাদিকতায় পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

এখন চলছে নাগরিক সাংবাদিকতার যুগ। দৈনিক পত্রিকা, টিভি চ্যানেলসহ মূলধারার মিডিয়াগুলোও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নির্ভরশীল। আর সামাজিক মাধ্যম মানেই এক ধরনের “নাগরিক সাংবাদিকতা”। তাই সেটাকে আরো দায়িত্ববোধসম্পন্ন, গতিশীল এবং আত্মোন্নয়নধর্মী করতে দেশ দর্শন ডটকম তার প্রথম পৃষ্ঠাতেই সবাইকে চমৎকার এক নাগরিক সাংবাদিকতা ও ব্লগ লেখার সুযোগ দেয়। যাতে পাঠক/লেখক/প্রতিনিধি/সাংবাদিকগণ সম্পাদকের কোনোপ্রকার হস্তক্ষেপ ছাড়াই তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ বা লেখা দেশ দর্শনের প্রথম পৃষ্ঠায় সরাসরি প্রকাশ করতে পারেন।

আরো পড়ুন> নাগরিক সাংবাদিকতায় আইডি খুলবেন কীভাবে

ছবিতে ডানপাশের কালো ব্যাকগ্রাউন্ডে “ব্লগ ও নাগরিক সাংবাদিকতা”

দেশ দর্শনে এতদিন ব্লগ ও নাগরিক সাংবাদিকতার জন্য আলাদা আলাদা জায়গা নির্দিষ্ট ছিল। কিন্তু পাঠক/লেখক/প্রতিনিধি/সাংবাদিকগণের সুবিধার্থে এখন দুটোকে এক জায়গায় আনা হয়েছে এবং ব্যাকগ্রাউন কালো করে সবার নজর কেড়েছে।  তাই এখন সহজেই ব্লগ ও নাগরিক সাংবাদিকতায় নিজের নিউজ ও লেখাটি বের করা যাবে। একে একে যুক্ত হবে ব্লগার ও নাগরিক সাংবাদিকদের ফেসবুক/অনলাইন লিঙ্ক ও পরিচিতি যুক্ত করাসহ আরো অনেক সুবিধা।

 

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply