রবিবার রাত ৮:১১, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

দিন বদলে তরুণদের হাতে কলম চাই

সোহান মাহমুদ

লেখালেখি এবং সাংবাদিকতা এমনই এক শক্তি, যদি তাতে সৎ, সততা, আন্তরিকতা এবং চিন্তা ও জ্ঞানের সমন্বয় ঘটে, তবে তাকে স্তব্ধ করার কোনো শক্তি এ পৃথিবীতে নেই।

শিক্ষাব্যবস্থা, রাজনীতি, ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ প্রায় সবই এখন জীবিকা র্নিবাহের মাধ্যম বা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হয়েছ। লেখালেখি এবং সাংবাদিকতার ক্ষেত্রেও একই কথা। কিন্তু তারপরও কলম হাতে নেয়া ছাড়া সমাজ পরিবর্তনের কোনো পথ নেই।

লেখালেখি এবং সাংবাদিকতা এমনই এক শক্তি, যদি তাতে সৎ, সততা, আন্তরিকতা এবং চিন্তা ও জ্ঞানের সমন্বয় ঘটে, তবে তাকে স্তব্ধ করার কোনো শক্তি এ পৃথিবীতে নেই। সুতরাং যেসব তরুণ সমাজ ও জাতির পরিবর্তন চায়, তাদের অবশ্যই লেখালেখিতে সম্পৃক্ত হতে হবে।

প্রচুর তরুণ অন্যান্য কাজের পাশাপাশি এতে সম্পৃক্ত থাকবে। আর বিশেষভাবে কিছু তরুণকে শুধু এটা নিয়েই পড়ে থাকতে হবে। পেটে কিছু খাবার পড়ুক বা না পড়ুক, কপালে সামান্য সম্মান জুটুক বা না জুটুক। এমন একটি জীবন-মরণ চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।

 

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply