কুরবানি ঈদকে সামনে রেখে এ বাজারে ব্যাপক জনসমাগম হয়। নেত্রকোনা জেলা ছাড়াও আশপাশের অন্যান্য জেলা থেকেও ক্রেতারা এখানে গরু কিনতে আসেন।
একদিকে করোনা আতংক, অন্যদিকে টানা বৃষ্টিপাত ও বন্যা- এই ত্রিমুখী দুর্যোগের মধ্যেই ঈদকে সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা কলমাকান্দার ঐতিহ্যবাহী নাজিরপুরের কুরবানি হাট। গতকল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত ছিল বাজারটি। তবে এবার তুলনামূলকভাবে গরুর দাম এবং বিক্রি কম।
নাজিরপুর একটি বহু পুরনো বাজার। প্রতি সপ্তাহেই এখানে গরুর বাজার বসে। তবে কুরবানি ঈদকে সামনে রেখে এ বাজারে ব্যাপক জনসমাগম হয়। এ সময় নেত্রকোনা জেলা ছাড়াও আশপাশের অন্যান্য জেলা থেকেও ক্রেতারা এখানে গরু কিনতে আসেন। কিন্তু এবার বিভিন্ন সমস্যার কারণে দূরের ক্রেতাদের তেমন একটা আসতে দেখা যায়নি। জনসমাগমও ছিলো কম। বাজার জমতেও এবার দেরি হয়েছে।
গতকাল বিকেলে বাজারে গিয়ে দেখা যায়, রোদের মধ্যে বিক্রেতারা ছাতা মাথায় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। মাঠে বৃষ্টির পানি জমে আছে, কোথাও কোথাও কাদা। ক্রেতারা কাদা-পানি মাড়িয়েই গরুর দরদাম করছেন, কিনছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, এবার গরুর উঠেছে অনেক। তবে দাম কম। তেমন বিক্রিও হচ্ছে না।
দাম বনিবনা না হওয়ায় অনেককে গরু ফিরিয়ে নিতেও দেখা যায়। তবে তারা আশা করছেন, আগামী বৃহস্পতিবারের বাজার বেশ জমজমাট হবে। দামও ভালো থাকবে। বেচা-বিক্রিও হবে অনেক বেশি। কারণ ঈদের আগে সেটিই হবে শেষ বাজার।
জুনায়েদ আহমেদ: স্টাফ রিপোর্টার
ক্যাটাগরি: শীর্ষ তিন, সারাদেশ
[sharethis-inline-buttons]