প্রশ্নটা যখন ভালো থাকার, তখন কি আপোষহীন মনকে প্রশ্রয় দেবে? না নিজের সাথে নিজের সমঝোতায় ভালো থাকার উপায় বের করবে?
শান্তি যে চায়, তাকে অনেক কঠিন হওয়া শিখতে হয়। আর কঠিন যে হতে পারে, তার একা হতে জানতে হয়। একা যে হতে জানে, তার তো কখনোই একা হবার সুযোগ নেই!
সমস্যা থাকবেই, তার সমাধানটাও তোমাকেই খুঁজতে হবে। আগের মতো নেই কিছুই, সামনে আরো কঠিন সময়, এটা বুঝতে হবে। প্রশ্নটা যখন ভালো থাকার, তখন কি আপোষহীন মনকে প্রশ্রয় দেবে? না নিজের সাথে নিজের সমঝোতায় ভালো থাকার উপায় বের করবে?
কোনটা তোমার জন্য এবং আশপাশের সবার জন্য ভালো, তা তোমাকেই যে ভাবতে হবে, বের করতে হবে! সৎ চিন্তা ও সদোপদেশ দেবার মতো মানুষ গিয়েছে কমে। উপদেশ শোনার মতো পরিস্থিতিও হয়তো তোমার নেই। তোমার ভালো থাকার জন্য কোনো কোনো সময়, মাথাকে করো গৌণ, আর মনকে করো মুখ্য। দু:খিত, কিছু করার নেই! দুশ্চিন্তা নয়, সমাধান খোঁজো এবং তুমিই খোঁজো …
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]