রবিবার সকাল ৭:১৩, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে নভেম্বর, ২০২৪ ইং

ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে পাঞ্জাবী-পায়জামা পরার পরামর্শ মেয়র খোকনের

বিশেষ প্রতিবেদক

“আমরা যদি লম্বা পাঞ্জাবি পরি, পায়জামা পরি, পায়জামার সঙ্গে একটা মোজা পরি, তাহলে আমরা নিরাপদে থাকতে পারব।’ তিনি আরও বলেন, ‘এই যে সামান্য সচেতনতা, এটা আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে।

ডেঙ্গু থেকে বাঁচতে নগরবাসীসহ সবাইকে দোয়া দরুদ পড়া এবং লম্বা জামা (পাঞ্জাবী-পায়জামা) ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার ডিএসসিসির নগর ভবনের নিচতলায় ব্যাংক ফ্লোরে ‘কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এ পরামর্শ দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের নাগরিক সবাই কমবেশি সচেতন। মসজিদে মুসল্লিরা যখন নামাজ পড়তে আসেন, কমবেশি অনেকেই আজকাল পায়জামার সঙ্গে মোজা পরে আসেন। এটা হচ্ছে সচেতনতার লক্ষণ। আমরা যদি লম্বা পাঞ্জাবি পরি, পায়জামা পরি, পায়জামার সঙ্গে একটা মোজা পরি। তাহলে আমরা নিরাপদে থাকতে পারব।’ তিনি আরও বলেন, ‘এই যে সামান্য সচেতনতা, এটা আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে। বাসায় যে থাকবে, আমাদের সন্তান, তাদেরও বলব লম্বা জামা পরে থাকতে। একটু পা ঢেকে রাখতে। এভাবে ছোট ছোট সচেতনতা আমাদের এই শহরের মানুষের জীবনকে নিরাপদ করতে পারে। এটা আপনারা দয়া করে বলবেন।’

ডেঙ্গু রোগে নগরবাসী আতঙ্কিত উল্লেখ করে মেয়র বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। শিগগিরই নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ সময় কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply