ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন কেজি গাঁজাসহ আসিফ মান্না (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ ঘটনায় বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকা থেকে বুধবার বিকালে বিজিবির ২৫ ব্যাটালিয়নের বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। মান্না বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই উপজেলার সিঙ্গারিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, মান্নাকে বিজিবি সদস্যরা তিন কেজি গাঁজাসহ আটকের পর থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসিফ মান্নার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও তার রাজনৈতিক প্রভাবের ভয়ে কেউ মুখ খুলেনি।
ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি, ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]