ক্যাসিনো ব্যবসায় ধরা খাওয়ার পর তার মাথা একরকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন।
বামপন্থী রাজনীতিক ও গৎবাধা লেখক-কলামিস্ট, গত সরকারের মন্ত্রী রাশেদ খান মেননের ‘ক্যাসিনো সম্পৃক্ততা’ জনগণ জানতে পারে মাত্র কিছুদিন আগে, ঢাকার ফকিরাপুলের একটি ক্লাবে অভিযানের পর। তিনি ছিলেন সেই ক্লাবের সভাপতি। অবশ্য এ ক্যাসিনো ব্যবসা থেকে তিনি ঠিক কত শত কোটি টাকা আয় করেছেন তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, ক্যাসিনো ব্যবসায় ধরা খাওয়ার পর তার মাথা একরকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন।
গত কিছুদিন আগে ‘ছাত্ররাজনীতি বন্ধ করলে মৌলবাদ বৃদ্ধি পাবে’ বলে মন্তব্য করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হন। এদিকে আজ আবার তিনি এক ভাষণে সরকারের বিপক্ষে ‘রাজ সাক্ষী’ দেন। তিনি বলেন, “এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে মত প্রকাশের স্বাধীনতা নয়” ইত্যাদি।
এটা নিয়েও চলছে ট্রল। কারণ জনগণ বলছে, এতদিন এ কথাগুলো তিনি কেন বলেননি? গত সরকারে কীভাবে মন্ত্রিত্ব করেছেন? তবে কি তার ‘এক্সট্রা ইনকামে’ টান পড়েছে বলেই এখন তিনি বিপ্লবী? সারাজীবন বামধারার রাজনীতি করে শেষ জীবনে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে ‘নির্বাচিত’ হয়ে খোশ মেজাজে মন্ত্রিত্ব করে আজ হঠাৎ তিনি শেখ হাসিনাবিরোধী এবং জনদরদী?
ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি, প্রধান খবর
[sharethis-inline-buttons]