রবিবার রাত ৩:৪৯, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

করোনা আতঙ্কে পোল্ট্রি মুরগি বর্জন নেত্রকোনায়

জুনায়েদ আহমেদ

করোনার ভয়ে আতঙ্কিত হয়ে মানুষ এখন অনেক কিছুই বর্জন করতে শুরু করেছে, যা আগে না হলে হতোই না। দৈনিক পত্রিকার মাধ্যমে করোনা ছড়ায়- এ খবর  ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন জায়গায় মানুষ পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে। তেমনি নেত্রকোনা দুর্গাপুরের চণ্ডিগড়ে পোল্ট্রি মুরগিতে করোনা আছে ছড়িয়ে পড়লে মানুষজন  তা খাওয়া বর্জন করেছে বলে জানা যায়।

আজ বিকেলে সেখানখার মানুষদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর অনেকেই বলছেন, পোল্ট্রি মুরগিতে করোনা রোগের জীবাণু থাকে। এ জন্য তারা এসব মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যারা জানে না, তাদেরকেও ফোনের মাধ্যমে এ সংবাদ জানিয়ে দিচ্ছেন বলে জানান তারা।

কোনো ডাক্তার কি এ বিষয়ে কোনো কিছু বলেছে? এমন প্রশ্নের জবাবে তারা জানান, না, কোনো ডাক্তার এ বিষয়ে তেমন কিছু বলেননি, তবে অনেক ‘শিক্ষিত’ মানুষ বলছেন, এমন পরিস্থিতে সতর্কতামূলক পোল্ট্রি মুরগি না খাওয়ায় ভালো। এদিকে হঠাৎ করে মানুষজন মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দেয়ায় দোকানিরাও তা আর দোকানে তুলছেন না। ফলে এতে বেশ লোকসানে পড়েছেন পোল্ট্রি খামারিরা।

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

 

 

 

 

 

 

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply