শনিবার রাত ৪:৫৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

লকডাউ‌নের সা‌থে পাল্লা দি‌য়ে বাড়‌ছে করোনায় মৃত্যুর সংখ্যা: আবারও রেকর্ড

বি‌শেষ প্র‌তি‌বেদক

ক‌রোনায় মৃত্যুর সংখ্যা বাড়‌ছে ব‌লে ক‌ঠোর লকডাউন, না‌কি লকডাউন বাড়‌ছে ব‌লে ক‌রোনার ঊর্ধ্বগ‌তি? কোনটা স‌ঠিক? অন্য‌দি‌কে লকডাউ‌নের বিকল্প কো‌নো ব্যবস্থা কি নেই?

আজ লকডাউ‌নের পঞ্চম দিন। আবারও রেকর্ড। লকডাউ‌নের সা‌থে পাল্লা দি‌য়ে যেন বাড়‌ছে করোনায় মৃত্যুর সংখ্যা। এ‌তে সমাজবি‌শ্লেষকগণ দ্বিধায় প‌ড়ে যান, ক‌রোনায় মৃত্যুর সংখ্যা বাড়‌ছে ব‌লে ক‌ঠোর লকডাউন, না‌কি লকডাউন বাড়‌ছে ব‌লে ক‌রোনার ঊর্ধ্বগ‌তি? কোনটা স‌ঠিক? অন্য‌দি‌কে লকডাউ‌নের বিকল্প কো‌নো ব্যবস্থা কি নেই?

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জন। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। এ নিয়ে দেশে টানা ৯ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে রোববার করোনায় প্রাণ হারান ১৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply