রবিবার রাত ৮:৫২, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কওমি স্বীকৃতি, শাপলার রক্ত এবং আশ্চর্য দেশ

হাসান আল মাহমুদ

রক্তনদী পেরিয়ে বলি আর কয়েক কালের দাবি-দাওয়া বলি স্বীকৃতিলাভ অভিনন্দন বিষয়ের। এই যে এই 'অভিনন্দন বিষয়ের' একটা কাজ যে করতে পারলো, ধন্যবাদের মত কিছু একটা সে কী শুধুমাত্র এ কাজের জন্য পেতে পারে?

আওয়ামী লীগ সরকারের সাথে কওমিদের সম্পর্ক খারাপ বোধ করি ১৯৯৬ থেকে। আগে-পরেও হতে পারে। সম্পর্ক খারাপটা কওমিদের ব্যক্তিগত বিভিন্ন চাহিদা অপূরণের কারণে নয়। আর তা হয়ই বা কী করে? সরকারি সুবিধা-ভাতা না গ্রহণ করাইতো কওমি চেতনার অন্যতম একটি। তাহলে সম্পর্ক খারাপটা কেন, এ সরকার ছাড়া অন্য সরকারের সাথেই বা কেন এমনটি হয় না?

সম্পর্ক খারাপের একমাত্র কারণ ‘ইসলাম’। যখনই আওয়ামী লীগ ইসলামের নানা বিষয়ে হাত দিয়েছে, তখনই সর্বাগ্রে কওমিরা জ্বলে উঠেছে, রাজপথ কাঁপিয়ে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগও নাছোড়বান্দা। তারা বিভিন্ন মেয়াদের ক্ষমতায় থাকাকালে সেই অপকর্মগুলাই করেছে। ২০০১ সালে বিবাড়িয়ায় ফতোয়া আন্দোলনে কতগুলা তরতাজা নবীপ্রেমিককে হত্যা করলো।এবং আগে-পরের কথা এখানে নাই বললাম। সর্বশেষ ২০১৩ সালে রাজধানাীর বিভিন্ন স্থানেসহ মতিঝিলের শাপলা চত্বরে যে বিধ্বংসী চালালো তা ইতিহাসের পাতায় যুগ যুগ কলঙ্কিত হয়েই থাকবে।

সেই আওয়ামী লীগ সরকারই এমন একটা কাজ করল, যেটা অন্য কোনো সরকার করতে পারেনি। এবং এ কাজটাও যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে জ্বল জ্বল করবে তা অবিশ্বাস করিই বা কী করে। একটা শিক্ষাব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, অবশ্যই এটা ওই সরকারের অবদান বর্ণনার তালিকাভুক্ত অন্যতম একটি। বলতে দ্বিধা নাই, কওমি স্বীকৃতির মাধ্যমে কওমিয়ানরা যতটা না লাভ ভোগ করবে তারচেয়ে বেশি বেশি ভোগ করে যেতে পারবে আওয়ামী লীগ। সারা জীবন এমন কালজয়ী অবদান বেচে খেতে পারার মত কাজ করতে পেরেছে আওয়ামীলীগ। স্যালুট তাই!

রক্তনদী পেরিয়ে বলি আর কয়েক কালের দাবি-দাওয়া বলি স্বীকৃতিলাভ অভিনন্দন বিষয়ের। এই যে এই ‘অভিনন্দন বিষয়ের’ একটা কাজ যে করতে পারলো, ধন্যবাদের মত কিছু একটা সে কী শুধুমাত্র এ কাজের জন্য পেতে পারে?

হ্যাঁ, পারেতো। কিন্তু যারা করতে পারলো, তারা তো খুনি! তাদের হাতে নবী-প্রেমিকের রক্ত এখনো লেগে আছে। শফী সাহেবকে আগে শ্রদ্ধা করতাম, এখন এহেন কাজের জন্য ঘৃণা জন্মেছে। শাপলার সাথে বেঈমানী এই স্বীকৃতি। খুনিদের সাথে কেন এমন মাখামাখি, এটা কি শহিদের রক্তের সাথে গাদ্দারি নয়! এ টাইপের কথাবার্তা ফেবু পাড়ায় যেমন চলছে, ইহ জগতের পাড়ায় পাড়ায়ও চলছে।

আমার সমস্ত দিনের নানান ভাবনার মধ্যে এ একটা কথা ঘুরে ফিরে বারবার আসে- আমরা এক আশ্চর্য দেশে বাস করছি।

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply