শনিবার সকাল ৬:১৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

এসো মানুষ হই

রুহুল আমীন সজল

ভাল খারাপের বৃত্তেই পার করছি সারাবেলা।। এই বৃত্তের পরিধিটা দিনকে দিন বাড়ছে। বেরিয়ে আসতে চাই এই বৃত্ত থেকে। আর আজ এই মুহূর্ত থেকেই বলতে চাই ''আপনারা সবাই ভালো'', শুধু আমিই এর ব্যতিক্রম।

কোনো মানুষকেই খারাপ বলতে পারি না, আবার ভালোও বলতে পারি না। সাহস পাই না কিছুই বলার। ভাবনার মাঝেই কেটে যায় সারাটা সময়। যাকেই ভাবছি সে খারাপ, তখন নিজের দিকে তাকাই আর চিন্তায় পড়ে যাই। প্রশ্ন করি আমি আমাকেই। তখন উত্তর আসে, আমিতো তার চেয়েও খারাপ! কাউকে যখন ভাবছি ভালো মানুষ হিসেবে, সেখানেও বিপত্তি। তাও মানতে পারছি না, কারণ ঐ মানুষটার চেয়ে আমি তো শতগুন ভালো!

ভাল খারাপের বৃত্তেই পার করছি সারাবেলা।। এই বৃত্তের পরিধিটা দিনকে দিন বাড়ছে। বেরিয়ে আসতে চাই এই বৃত্ত থেকে। আর আজ এই মুহূর্ত থেকেই বলতে চাই ”আপনারা সবাই ভালো”, শুধু আমিই এর ব্যতিক্রম। কেননা আমি যে পাগল, আবার খারাপও বটে। দেশ ও দুনিয়ার জন্য কিছুই করার নেই আমার।

আপনাদের দ্বারা আলোকিত হোক সমাজ ও রাষ্ট্র এবং একইভাবে আপনার চারপাশ। শুভ কামনা রইল সবার জন্য… আর আমি বেশ ভালই তো রাখছি নিজেকে। আর চেষ্টা করি প্রতিনিয়ত মানুষ হওয়ার। তবে মুখোশধারী ভাল মানুষ হতে চাইনি বা চাই না কোনোদিন।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply