নারায়নগঞ্জ বন্দর উপজেলার দেওয়ানবাগ গ্রামে কথিত পীর দেওয়ানবাগীর মাজার সংলগ্ন ঐতিহাসিক জামিয়াতুশ শুহাদা দেওয়ানবাগ মাদরাসার বার্ষিক মাহফিল দেওয়ানবাগীর চক্রান্তে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ফের অনুষ্ঠিত হতে যাওয়া মাহফিল আসন্ন সিটি নির্বাচন ও এস এসসি পরীক্ষার অজুহাত দেখিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।এতে প্রশাসনের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন মাদরাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয় মুসল্লীরা। আজ বৃহস্পতি ও শুক্রবার (২৯, ৩০ সে জানুয়ারি) দুই দিনব্যাপী এ মাহফিল মাদরাসা সংলগ্ন দেওয়ানবাগ ঐতিহাসিক ঈদগামাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
মাদরাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয় মুসল্লীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন, একটা মুসলমান রাষ্ট্রে বাস করেও আমরা দীর্ঘ কয়েক বছর যাবত মাহফিল করতে পারছি না।স্বয়ং প্রশাসন সম্পূর্ণ অনৈতিকভাবে বিভিন্ন বাহানায় আমাদের মাহফিল বন্ধ করে দিচ্ছে।এটা অত্যন্ত বেদনাদায়ক একই সাথে লজ্জাজনকও। প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা দেওয়ানবাগীর কাছ থেকে টাকা খেয়ে মাহফিল বন্ধে বড় ভূমিকা রাখছে বলেও অভিযোগ করছেন তারা।আবার কেউ কেউ বলছেন, প্রশাসন দেওয়ানবাগীর আদেশ বাস্তবায়ন করছে।তা না হলে প্রতি বছরই বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদের মাহফিল বন্ধ করে দিচ্ছে কেনো?
এ বিষয়ে প্রশাসনের ভাষ্য হলো- সামনের সিটি নির্বাচন ও এস এসসি পরীক্ষায় এই মাহফিলকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃংখলা বা ছাত্রদের পড়ালেখায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এজন্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে প্রশাসনেরে এই সরল ভাষ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।তারা বলছেন, সিটি নির্বাচনে ও পরীক্ষার দোহাই দিয়ে এই মাহফিল বন্ধ করে দেওয়া হলো কিন্তু আশপাশে তো আরো অনেক মাহফিল হচ্ছে-প্রশাসন সেগুলো বন্ধ করছে না?
প্রসঙ্গত, মাদরাসাটি দেওয়ানবাগীর মাজার নিকটবর্তি হওয়ায় টানা কয়েক বছর ধরে মাদরাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নিষেধাঙ্গা জারি করছে স্থানীয় প্রশাসন।তাদের এই রহস্যপূর্ণ একপক্ষীয় অবস্থানের কারণে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তুমুল সমালোচনা হচ্ছে।
জুনায়েদ আহমেদ
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন, সারাদেশ
[sharethis-inline-buttons]