শনিবার দুপুর ১:৫০, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

এটা আপনাদের কোন্ ধরনের পর্দা?

আলেয়া বেগম আলো

ধর্মকে বাদ দিয়ে যারা স্বল্প পোশাককে আধুনিকতা মনে করে সেটা যেমন বাড়াবাড়ি, আবার ধর্মের দোহা্ই দিয়ে নারীকে কর্মক্ষেত্র থেকে বিরত করাটাও বাড়াবাড়ি।

একজন মহিলার ছবি দিয়ে আবার ছবিটাকে রঙ দিয়ে বিকৃত করে ফেসবুকে পোস্ট দিয়ে আপনারা আলোচনা সমালোচনা করছেন, আর পর্দা পর্দা করছেন। এতে কি আপনাদের পর্দা রক্ষা হচ্ছে না নষ্ট হচ্ছে? সে তার কর্মস্থলে যাতায়াত করার সুবিধার্থে বাইক চালাচ্ছে। সে যথেষ্ট শালীন পোশাক পরেছে। একজন বাঙালি নারীর জন্য এর চেয়ে শালীন পোশাক আর হয় না।

বোরকাকে যারা পর্দা মনে করেন সেটা যার যার বক্তিগত ব্যাপার। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। কিন্তু একজন নারীকে আপনারা এভাবে পোস্ট দিয়ে অপমানিত করছেন। সে কোনো সামাজিক অপরাধ করেনি। তাই আমি পোস্টটি মুছে ফেলার অুনরোধ করছি। আপনার মতাদর্শের বিষয় আপনি আপনার পরিবারের সদস্যদের উপর চালাতে পারেন। বাইরের কাউকে নয়। আমার মুখ তো খোলা, আপনি হুজুর হয়ে আমাকে কেন এড করেছেন। প্রতিদিন আমার চেহারা দেখছেন । এতে তো আপনার মতাদর্শ অনুযায়ী আপনারও পর্দা নষ্ট হচ্ছে।

ধর্মকে বাদ দিয়ে যারা স্বল্প পোশাককে আধুনিকতা মনে করে সেটা যেমন বাড়াবাড়ি, আবার ধর্মের দোহা্ই দিয়ে নারীকে কর্মক্ষেত্র থেকে বিরত করাটাও বাড়াবাড়ি। ইরানের নারীদের দিকে তাকান, তারা ধর্মচর্চাও করছে আবার সৃজনশীল কাজেও নিজেদের অবদান রাখছে। একজন নারীকে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিলে আপানার সওয়াব বই গুনাহ হবে না আশা করি। একজন নারীর কর্মে তার সংসার চলে। বাবার ঔষধের টাকা হয়, ভাই বোনের পড়ালেখার খরচ চলে। যেমনটা আজ বিশ বছর ধরে আমি করে আসছি।

আমি কাজ না করে বাবার সংসারের হাল না ধরলে ভােই বোনগুলো আজ সুখের সংসার করতে পারত না। আমার বাবার অপারেশন হত না, মায়ের অপারেশন হত না। সংসারের বড় মেয়ে ছিলাম আমি। ভাইটাকে আল্লাহ সবার শেষে দিয়েছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। কই আমার বাবা মায়ের চিকিৎসার জন্য ভাই বোনদের লেখাপড়ার খরচ চালানোর জন্য সেদিন তো আমার পাশে কেউ দাঁড়ায়নি। বলেনি যে- বোন, মা, তুমি ঘরে বসে থাকো, তোমার বাবা-মার সংসার আমি চালিয়ে দিচ্ছি। সম্মান শ্রদ্ধা জানাই সকল কর্মজীবী নারীদের।।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply