একটা সন্ধ্যা একা ঘনিয়ে এসে
বিলিয়ে দেয় একটা আধাঁর
লোকালয়ে বিরহ বিধূর অন্ধকারকে৷
ঘোলাটে মৌন জলের মত
একলা একটা মাটির কুঠিরকে
অচেতনভাবে চেপে ধরে ঘন নিশ্বাস
সঞ্চারিত ক্লেদ ঘুড়ি হয়ে উড়তে পারে না৷
কতটা দীঘল ছিল কালো চুলের মত
পীচডালা পথটা , সীমাহীন অসীম সময়
পাড়ি দিতে গিয়ে শূন্য লতার মত
পেঁচিয়ে উঠে জমা থাকা রাক্ষসে ক্ষোভ৷
ঝড় শন্কা অন্ধকার ঘিরে রাখে হৃদয় কুঠির
সেদিন মনে হয় বিপদ গুলি
জোট বেঁধে পেছনে লেগেছিল
অতীতটা আজো আকরিয়ে
অন্ধকার গহ্বরে পেচিয়ে রাখে৷
মৃদু মৃদু হাওয়া দোলা দিয়ে যায়
বসন্তে দহন বেলা
একাকিত্বের সুরে ইথারে ভেসে আসে
অন্ধকারে জমাকৃত সঞ্চারিত ক্লেদ৷
ক্যাটাগরি: সাহিত্য
[sharethis-inline-buttons]