শনিবার দুপুর ১:২২, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

একজন মাশরাফি ও সাধারণ মানুষের প্রত্যাশা

ফারহান অাহমেদ ফুয়াদ

মাশরাফি যখন ক্রিকেট দলের নেতৃত্বে, তখন ম্যাশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যদি ম্যাশের ক্রিকেট ক্যারিয়ার পর্যালোচনা করেন তাহলে বোঝার অপেক্ষা রাখে না ম্যাশের অসীম পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতার ফসলই অাজকের ম্যাশ। অার বর্তমান ম্যাশ এতোটা জনপ্রিয় ও সবার অাইকন বলেই তাকে নিয়ে এতো অালোচনা।

লেখার প্রেক্ষাপট : অামাদের সবার অাইকন মাশরাফি বিন মর্তুজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার মাধ্যমে রাজনীতিতে অাগমন এবং সেটার মিশ্র প্রতিক্রিয়া

ডিজাইন সেকশনে মাঝে মধ্যে রাজনীতির মতো কঠিন বিষয়ও অালোচনার প্রসঙ্গ হয়ে উঠে। কারণ তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে অামরা রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও রাজনীতি সচেতন হতে পারি, তাই না? অামি মনে করি, ডিজাইন সেকশনের বিজ্ঞ সব বন্ধুরাও তেমনি রাজনীতি সচেতন। সেজন্যে যে কোনো বিষয়ে টেবিল টক বা নলেজ শেয়ারিং খুব গুরুত্বপূর্ণ। অার অামরা যদি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি, তাহলে ত টেবিল টকের বিকল্প নেই।

প্রসঙ্গ ছিলো, এমপি বদি রাজনীতিতে থাকলে দোষ, অাবার মাশরাফি রাজনীতিতে অাগমন করলেও দোষ। রাজনীতিতে মাশরাফির অাগমনে দোষের কোনো কিছু দেখছি না। একমাত্র যোগ্য নেতৃত্বই দেশকে দ্রুত এগিয়ে নিতে পারে। মাশরাফি যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছে, সেভাবে রাজনীতির মাঠে কতটা সফল হতে পারবে কি পারবে না- সেই অাশা-নিরাশার মিশ্র প্রতিক্রিয়া অন্য সবার মতো অামার মাঝেও আছে।

মাশরাফি যখন ক্রিকেট দলের নেতৃত্বে, তখন ম্যাশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যদি ম্যাশের ক্রিকেট ক্যারিয়ার পর্যালোচনা করেন তাহলে বোঝার অপেক্ষা রাখে না ম্যাশের অসীম পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতার ফসলই অাজকের ম্যাশ। অার বর্তমান ম্যাশ এতোটা জনপ্রিয় ও সবার অাইকন বলেই তাকে নিয়ে এতো অালোচনা।

অামি বরাবরের মতো এবারও বলবো, দেশ যখন ভয়ানকভাবে বিভক্ত, এই এক ক্রিকেটই সবার অভিন্ন ভালবাসার জায়গা। রাজনীতির বাইরে থেকে মাশরাফি একটা কথা বললে সবার মাঝে যে প্রতিক্রিয়া ঘটতো, এখন কি তা হবে?

মাশরাফি তুমি সংসদ সদস্য হও, মন্ত্রী  হও, তোমাকে স্বাগতম। কিন্তু দেশবাসী মনে হয় তোমার কাছে অারো বড় কিছু অাশা করে।  তোমার কাছে বড় কিছু অাশা করছে, কারণ নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ গোটা দেশকে নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে। তুমি কোটি মানুষের অাবেগ, অাইকন। কেউ দেখছে তোমার জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা এমনি এমনি অাসেনি। এসেছে তোমার ক্রিকেটের প্রতি একাগ্রতা, ভালবাসা, পরিশ্রম ও দক্ষ নেতৃত্ব থেকে।

মাশরাফি খেলার মাধ্যমে যেভাবে গোটা দেশের ক্রিকেট ভক্তের হৃদয় জয় করেছে এবং জনগণ যেভাবে হৃদয়ে স্থান দিয়েছে, তাতে করে মাশরাফির কাছে চাওয়া পাওয়াটাও বড়। তাছাড়া মাশরাফির মতো অাইকনকে দলে টানতে যে কোনো রাজনৈতিক দলই চাইবে।

তাই বলছি, সম পরিমাণ ভালবাসা ও একাগ্রতা নিয়ে দেশ বদলের ডাক দিলে সবার সমর্থনে রাষ্ট্র পরিচালক হতে পারবে অামাদের ম্যাশ।
অার সফল ক্রিকেটার থেকে রাষ্ট্র পরিচালক তথা প্রথম কোনো ক্রিকেটার প্রধানমন্ত্রী হওয়ার জলন্ত উদাহরন কিন্তু এই উপমহাদেশেই অাছে।
মাশারাফির রাজনীতিতে অাগমনকে সমর্থন করে অনেকে ইতিবাচকভাবে মন্তব্য করেছে, মাশরাফি রাজনীতি ও দেশ বদলাবে।

মাশরাফি খেলার মাধ্যমে যেভাবে গোটা দেশের ক্রিকেট ভক্তের হৃদয় জয় করেছে এবং জনগণ যেভাবে হৃদয়ে স্থান দিয়েছে, তাতে করে মাশরাফির কাছে চাওয়া পাওয়াটাও বড়। তাছাড়া মাশরাফির মতো অাইকনকে দলে টানতে যে কোনো রাজনৈতিক দলই চাইবে। বিদ্যমান কোনো রাজনৈতিক দলের এমপি, মন্ত্রী হয়ে মাশরাফি যদি প্রত্যাশিত পরিবর্তন অানতে চায়, তাহলে  বিভিন্ন স্বার্থান্বেষী পক্ষের মুখোমুখি হতে হবে।

পরিশেষে বলতে চাই, স্রোতের বিপরীতে গিয়ে মাশরাফি রাজনীতির ও দেশের কতটা পরিবর্তন অানতে পারবে সেটাই দেখার বিষয়। শুভ কামরা মাশরাফি বিন মোর্তেজা।

ফারহান অাহমেদ ফুয়াদ
খিলক্ষেত, ঢাকা

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply