দেশ ডিজিটাল হইসে আর আমরা অসহ্য এক গতিহীনতার মাঝে ডুবে যাচ্ছি...
‘৯১ পরবর্তী ১৫ বছর আপনারা ক্ষমতায়, ১০ বছর উনারা ক্ষমতায় আর বছর দুয়েক সিনেমার নায়ক অনিল কাপুর ক্ষমতায় ছিলেন। এর পরেও আপনাদের নিরন্তর দেশ উন্নয়নের কাজ চলতেই আছে। ঢাকা থেকে অন্য জেলায় যেতে সেই আমলে ৭/৮ ঘন্টা লাগতো, এখন লাগে ১২/১৪ ঘন্টা।
উন্নয়নের জোয়ারে জাতি দিশেহারা। খোলামেলা রাজধানী আজ সম্পুর্ণ স্ট্যাক। কিন্তু আপনাদের উন্নয়ন চলছেই। দেশ ডিজিটাল হইসে আর আমরা অসহ্য এক গতিহীনতার মাঝে ডুবে যাচ্ছি…
প্রতি ঈদে যত মানুষ রোড এক্সিডেন্টে মারা যাচ্ছে, তাতে আর কয়েক বছরের মাধ্যেই ’ঈদ’ মানে প্রতি পরিবারেই একটা বিষন্নতা আর বেদনার উপলক্ষ হয়ে যাবে নিশ্চিত। ঈদের পরের ৪ দিনে কাগজ কলমেই ৫৪ জন! মানে ৫৪ পরিবার! তবুও চলতে থাকুক আপনাদের উন্নয়ন!
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]