শনিবার সকাল ১০:৩৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

উজানো শ্রেণীর সাংবাদিক

ফারুক ফেরদৌস

নতুন পানি পেলে মাছ যেমন উজায়, ক্ষমতার উচ্ছিষ্ট হাড্ডি কাঁটা বেশি ছিটালে ভোগী ও লোভী চরিত্রের মানুষজন অতিমাত্রায় উজায়ে যায়।

কোনো সরকার ১০ বছর ধরে ক্ষমতায় থাকলে খুব স্বাভাবিকভাবেই সেই সরকারের উচ্ছিষ্টভোগের জন্য সমাজের সব স্তরে পদলেহী চামচা একটা শ্রেণী তৈরি হয়ে যায়। আইয়ুবের সময়, এরশাদের সময় হয়েছিলো, এই সরকারের দশ বছরেও হয়েছে। গ্রাম বাংলার মানুষ যেমন বলে ‘মাছ উজাইছে’।

নতুন পানি পেলে মাছ যেমন উজায়, ক্ষমতার উচ্ছিষ্ট হাড্ডি কাঁটা বেশি ছিটালে ভোগী ও লোভী চরিত্রের মানুষজন অতিমাত্রায় উজায়ে যায়।

নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হবে কি না, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে কি না এগুলো রেখে যেসব সাংবাদিক চল্লিশ বছর পুরনো এবং দশ বছর ধরে চিপে তিতকুটে বানানো লেবুর জীর্ণ ছিলকা চিপে রস বের করার চেষ্টা করছে, তারা হলো এই উজানো শ্রেণীর সাংবাদিক।

ত্রিশ তারিখের পর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এরা ডুব দেবে এবং কিছুদিনের মধ্যে কট্টর বিএনপি সমর্থক হিসেবে উজানো শুরু করবে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply