আমাদের সকল অর্জন ক্ষণিকের সুখের ভেতর শেষ হয়ে যায়। কারণ ওইটুকুই আমাদের চাহিদা থাকে। আমরা একটা কম্প্রিহ্যান্সিভ পাটাতনে রেখে জীবনেকে সাজানোর চেয়ে একটা সহজ দৃশ্যমান প্যাকেজের ভেতর আমাদের জীবনের সমস্ত অভীপ্সা খুঁজে পাই।
আমাদের পরিস্থিতিটাই এমন করে তৈরী হয়েছে যে, হয় আমরা মাঠে গিয়ে কেবল একটা চিল্লানোর রাজনীতি করবো, এটা খুব বড় একটা কাজ- কিন্তু রাজনৈতিকভাবে এটা করার পরিস্থিতি আমরা এখন পুরাই মুছে দিয়েছি; আর নয় বাসায় এসে ঘুম দিব- রাজনীতি নিরপেক্ষ থাকব। মাঝামাঝি কিছু নাই।
অথচ একটা রাজনৈতিক জনপদের জন্য এ দুইয়ের মাঝামাঝি আরও হাজারটা কাজের স্পেস ক্রিয়েট হবার কথা ছিল, হয়নি। হয়নি কারণ আমরা এখনো খুব সোজাসাপ্টা একটা বেসিক বোধহীন জাতি হিসাবেই আছি। জীবন সম্পর্কে আমাদের কোনো বড় আইডিয়া নাই ও জীবনকে বড় কোনো অভীপ্সার দিকে নিয়ে যাবার তাগিতও নাই।
আমাদের সকল অর্জন ক্ষণিকের সুখের ভেতর শেষ হয়ে যায়। কারণ ওইটুকুই আমাদের চাহিদা থাকে। আমরা একটা কম্প্রিহ্যান্সিভ পাটাতনে রেখে জীবনেকে সাজানোর চেয়ে একটা সহজ দৃশ্যমান প্যাকেজের ভেতর আমাদের জীবনের সমস্ত অভীপ্সা খুঁজে পাই।
কীভাবে এই পরিস্থিতির ভেতর থেকে আমরা বের হবো- সেটা ভাবনা-চিন্তা করার লোকজন খুব দেখা যায় না। বরং যেটা দেখা যায় সেটা খুবই মারাত্মক ব্যাপার! লোকজন নিজেদের অবস্থা ও অবস্থান নিয়ে কোনো প্রশ্ন তুলতেই দিতেই রাজি না
আমাদেরকে নিয়ে ভেবে প্লান-পরিকল্পনা করে আগাবে- এমন কেউও নাই। আমরা নিজেরাও ইমিডিয়েটকে রেসপন্স করার দৌড়ের উপরই আমাদের জীবনের সমস্ত কিছু সেট করে রেখেছি। এই জাতীয় মানদণ্ডের বাইরে আমাদের অন্যকোনো দণ্ডে মাপলে কিছু পাওয়া যাবে না।
কীভাবে এই পরিস্থিতির ভেতর থেকে আমরা বের হবো- সেটা ভাবনা-চিন্তা করার লোকজন খুব দেখা যায় না। বরং যেটা দেখা যায় সেটা খুবই মারাত্মক ব্যাপার! লোকজন নিজেদের অবস্থা ও অবস্থান নিয়ে কোনো প্রশ্ন তুলতেই দিতেই রাজি না- হোক তা যৌক্তিব বা অযৌক্তিক।
তাদের সবার কাছেই তাদের সমস্ত কিছু নিয়া একটা মহান জাস্টিফিকেশন রেডি আছে। ওইটা দিয়াই দুনিয়ার সব মুশকিল আসান হইয়া যায়, তারা করে। এইতো এখনকার আমরা, নাকি?
মাসুদ জাকারিয়া : লেখক ও গবেষক
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]