সোমবার রাত ২:১৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে নভেম্বর, ২০২৪ ইং

আমরা আত্মপরিচয় ভোলা জাতি

মুঈদ উর-রহমান জনি

সামাজিক ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, নাগরিক হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, জাতি হিসেবে নিজের আত্মপরিচয়ভুলে গিয়েছি। এখানেই সবরকম সমস্যার সুত্রপাত এবং বিস্ফোরণ!

কাউকে যদি তার আত্মপরিচয় ভুলিয়ে দেয়া যায়, তবে তাকে দিয়ে যা খুশি তাই করানো সম্ভব। আর আমাদের বেলায়ও ঠিক সেটাই হয়েছে। আমরা মানুষ হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি। ভাই-বোন হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, স্বামী-স্ত্রী হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, সন্তান হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, অবিভাবক হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি।

সামাজিক ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, নাগরিক হিসাবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি, জাতি হিসেবে নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছি। এখানেই সবরকম সমস্যার সুত্রপাত এবং বিস্ফোরণ!

শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে একত্রে সকলে মিলেমিশে থাকার জন্যে আমি মানুষ। এমনিভাবে সকল ক্ষেত্রে শেষ কথা দাঁড়াবে শান্তি, শৃঙ্খলা, ন্যায়, নীতিতে একতাবদ্ধ থাকা এক অনন্য সৃষ্টি মানুষ

তাই আসুন, আগে নিজের আত্মপরিচয় ফিরিয়ে আনি। আমি কে?  আমি কেন? আমি কীভাবে? আমি কিসের জন্য? “আমি কে?” এর উত্তর যদি হয়, আমি মানুষ। তাহলে আমি কেন মানুষ? তার উত্তর হবে, সৃষ্টিকর্তার কোনো বিশেষ উদ্দেশ্যে আমি মানুষ ।

আমি কীভাবে মানুষ? উত্তর হবে- সকল সৃষ্টি থেকে আলাদা করে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে আমাকে। তাই আমি অন্য সকলের চেয়ে আলাদা এবং মানুষ। আমি কিসের জন্যে মানুষ? খুব স্বল্প কথায় বললে বলা যায়, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে একত্রে সকলে মিলেমিশে থাকার জন্যে আমি মানুষ। এমনিভাবে সকলক্ষেত্রে শেষ কথা দাঁড়াবে- শান্তি, শৃঙ্খলা, ন্যায়, নীতিতে একতাবদ্ধ থাকা এক অনন্য সৃষ্টি মানুষ।

মুঈদ উর-রহমান জনি : অনলাইন এক্টিভিস্ট

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply