বিরোধীদলীয় নেত্রীর মুক্তি ঠিকই মিলবে। তবে সেটা শত শত নেতা-কর্মীর গ্রেপ্তারের বিনিময়ে। বিএনপিকে অনৈতিক কাজে লিপ্ত করে মানুষের কাছে তাদের সেসব কুকর্ম তুলে ধরার পরেই। যাতে জনগনও তাদের উপর আস্থা হারিয়ে ফেলে।
বিরোধী দলের স্লোগান! জেলের তালা ভাঙবো/ খালেদা জিয়াকে আনব!
সরকারী দল সেটাই চায়! কারণ যখনই জেলের তালা ভাঙতে যাবে তখনই শতশত নেতাকর্মীকে একেক করে গ্রেপ্তার করা হবে। আর হয়তোবা এসবের বদৌলতে খালেদা জিয়ার মুক্তি মিলতেও পারে। তবে সেটা একেবারে শেষের দিকে। যা হোক, নেতাকর্মী ছাড়া কোনো দলই যথাযথভাবে সুসংগঠিত হতে পারে না, পারে না ঐক্যবদ্ধ হতে। অন্যদিকে সুষ্ঠু নেতৃত্বের অভাবটা বিরোধী দলকে চরম পর্যায়ে ভোগাবে। এরা হয়ে পড়বে কোনঠাসা!
বিরোধীদলীয় নেত্রীর মুক্তি ঠিকই মিলবে। তবে সেটা শত শত নেতা-কর্মীর গ্রেপ্তারের বিনিময়ে। বিএনপিকে অনৈতিক কাজে লিপ্ত করে মানুষের কাছে তাদের সেসব কুকর্ম তুলে ধরার পরেই। যাতে জনগনও তাদের উপর আস্থা হারিয়ে ফেলে।
পরিশেষে এটাই বলব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের নাগরিক অধিকারের যথাযথ মর্যাদা দিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সকলকে ভোট দেয়ার অধিকার দিন।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]